Howrah News:ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের ঘটনায় অস্ত্রের খোঁজ ঝোপের থেকে
Arms Recovery:ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর খুনের ঘটনায় এবার অস্ত্র উদ্ধার হল। বাগনানের চন্দ্রপুরে ছ'নম্বর জাতীয় সড়ক, যেখানে রিয়া কুমারীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, সেই জায়গায় আশপাশের ঝোপে তল্লাশি চালায় পুলিশ।
সুনীত হালদার, হাওড়া: ঝাড়খণ্ডের অভিনেত্রী (jharkhand actress) রিয়া কুমারীর খুনের (riya kumari murder) ঘটনায় এবার অস্ত্র উদ্ধার (arms recovery) হল। বাগনানের চন্দ্রপুরে ছ'নম্বর জাতীয় সড়ক, যেখানে রিয়া কুমারীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল. সেই জায়গায় আশপাশের ঝোপে তল্লাশি চালায় বাগনান থানার একটি দল এবং হাওড়া (howrah rural) গ্রামীণ পুলিশের গোয়েন্দাদের একটি দল। পুলিশের দাবি, সেখানেই, ঘটনাস্থল থেকে প্রায় দেড়শো ফুট দূরে ঝোপের মধ্যে, খুনে ব্যবহৃত রিভলভারটি উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, আগেই এই মামলায় মৃত অভিনেত্রীর স্বামী, দেওর-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রেক্ষাপট...
গত ডিসেম্বরে হাওড়ার বাগনানে, জাতীয় সড়কের ওপর খুন হন ঝাড়খণ্ডের অভিনেত্রী ইউটিউবার রিয়া কুমারী। যিনি ইশা আলিয়া নামেও পরিচিত। সন্তানের সামনেই পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে, তাঁকে খুন করা হয়। অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার দাবি করেন, তাঁর স্ত্রীকে খুন করেছে ছিনতাইবাজ দুষ্কৃতীরা। কিন্তু, রিয়ার দাদা দাবি করেন, রিয়াকে খুন করেছেন, তাঁর স্বামী। প্রকাশ কুমার, তাঁর প্রথম পক্ষের স্ত্রী, প্রকাশের দুই ভাই, সন্দীপ কুমার ও আকাশ কুমারের নামে বাগনান থানায় FIR করেন মৃতার দাদা। অভিযোগ দায়েরের পরেই বৃহস্পতিবার গ্রেফতার করা হয় প্রকাশ কুমারকে। শুক্রবার গ্রেফতার হন তাঁর ভাই। তবে এখনও পর্যন্ত এই খুনের কোনও কিনারা করতে না পারায় চাপে পুলিশও। এর মধ্যে রিয়ার দাদার অভিযোগের প্রেক্ষিতে তাঁর স্বামী ও দেওরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, ধৃতদের বয়ানে অসঙ্গতি ও কিছু প্রমাণ পাওয়া গিয়েছে যার পরই গ্রেফতারির সিদ্ধান্ত। খুন ছাড়াও বধূ নির্যাতন, পণপ্রথা বিরোধী আইনে মামলা রুজু করা হয় ওই দুজনের বিরুদ্ধে। রিয়ার স্বামী প্রকাশ কুমারকে হেফাজতে নিয়ে এর মধ্যেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত কাল প্রকাশের ভাই সন্দীপকেও হেফাজতে পান তদন্তকারীরা। কিন্তু কে খুন করল, কারা খুন করল সেটাও জানা যায়নি। ধৃতরা অবশ্য এখনও নিজেদের অবস্থানে অনড়। তাঁদের দাবি, খুনের বিষয়ে কিছুই জানেন না। একেবারে গোড়াতেই দাবি করা হয়েছিল, ছিনতাইবাজরাই রিয়া কুমারীকে গুলি করেছিল। কিন্তু সেই ঘটনার পর তিন-চার দিন কেটে গেলেও তখন খুনে ব্যবহৃত অস্ত্রটিও পাননি তদন্তকারীরা। ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছিলেন।
এবার সেই অস্ত্রেরও সন্ধান পাওয়া গেল। তাতে কি তদন্ত কিছুটা এগোবে?
আরও পড়ুন:ধর্নায় আছে অথচ আদানি ইস্যুতে কংগ্রেসের ডাকা বৈঠকে আজও নেই TMC, অবস্থানটা কী ?