Arpita Mukherjee: এবার ইডির নজরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের সিসি ক্যামেরার ফুটেজ ও আবাসনের রেজিস্টার
Arpita Mukherjee Belgharia Raid: টালিগঞ্জে ২২ কোটির পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে মিলল ২৭ কোটি ৯০ লক্ষ নগদ। টাকার পাহাড়ের সঙ্গে উদ্ধার ৬ কেজি সোনাও। বেলঘরিয়ার ফ্ল্যাটে ১৮ ঘণ্টার অভিযান শেষ।
![Arpita Mukherjee: এবার ইডির নজরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের সিসি ক্যামেরার ফুটেজ ও আবাসনের রেজিস্টার Arpita Mukherjee: CCTV footage and register of Arpita's Belgharia flat are on under ED's notice Arpita Mukherjee: এবার ইডির নজরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের সিসি ক্যামেরার ফুটেজ ও আবাসনের রেজিস্টার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/28/26fd0e0b08bd55066895d806339c0e451658991261_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেলঘরিয়া: ইডি-র (ED) নজরে এবার অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটের সিসি ক্যামেরার ফুটেজ ও আবাসনের রেজিস্টার। রেজিস্টারে দেখা যায়, ১৯ জুলাই, সকাল ১০টা ৪০ মিনিটে অর্পিতার ফ্ল্যাটে এসেছিলেন কল্যাণ ধর নামে এক ব্যক্তি। আসার কারণের জায়গায় লেখা, অফিশিয়াল। ক্লাবটাউন হাইটসের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, মিনিট পাঁচেক ছিলেন ওই ব্যক্তি, তাঁর হাতে একটি প্যাকেট ছিল। কল্যাণ ধরের সম্পর্কেও খোঁজ শুরু করেছেন ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের ভগ্নিপতি কল্যাণ ধর।
ইডির নজরে সিসি ক্যামেরার ফুটেজ ও আবাসনের রেজিস্টার: টালিগঞ্জে ২২ কোটির পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে মিলল ২৭ কোটি ৯০ লক্ষ নগদ। টাকার পাহাড়ের সঙ্গে উদ্ধার ৬ কেজি সোনাও। বেলঘরিয়ার ফ্ল্যাটে ১৮ ঘণ্টার অভিযান শেষ। ৮টি ট্রাঙ্কে ভর্তি করা হল বিপুল পরিমাণ নগদ ও সোনা। আরও একটি ফ্ল্যাট সিল করল ইডি। আর এরপরই ওই আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ ও রেজিস্টার দিকে নজর দিচ্ছে ইডি। আবাসনের রেজিস্টারে দেখা যাচ্ছে, এর আগে ৩০ মে, অর্পিতার ফ্ল্যাটে আসেন ফুড ডেলিভারি অ্যাপসের এক কর্মী। ওই ব্যক্তির দাবি, মিনিট পাঁচেক আবাসনে ছিলেন, এক মহিলা তাঁর কাছ থেকে খাবারের প্যাকেট নেন। ওই মহিলাকে অর্পিতা বলে শনাক্ত করেছেন ফুড ডেলিভারি অ্যাপসের কর্মী।
জেরায় বিস্ফোরক দাবি অর্পিতার: এদিকে জেরায় বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে দাবি জেরায় অর্পিতা জেরায় বলেছেন, টালিগঞ্জ ও বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত। যে ঘরে টাকা থাকত, পার্থ চট্টোপাধ্যায় এসে সেই ঘরে ঢুকলেও অর্পিতার সেখানে ঢোকার অনুমতি ছিল না। জেরায় এমনই জানিয়েছেন তিনি। দাবি ইডি সূত্রে। ইডি সূত্রে খবর, অর্পিতার এই বয়ানকে সামনে রেখেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হবে। পার্থ অস্বীকার করলে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনা ইডি-র। খবর সূত্রের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)