![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
SSC Scam: পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক ইডি-র
Detention Of Arpita: এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আটক করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও।
![SSC Scam: পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক ইডি-র Arpita Mukherjee Gets Detained In SSC Scam By ED SSC Scam: পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক ইডি-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/23/6e520050926349d7968d746c6a77b2571658553085_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রকাশ সিনহা, কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার (arrest) প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee)। আটক (detention) করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও (arpita mukherjee)। ইডি সূত্রে খবর, প্রায় ২১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে অর্পিতার বাড়ি থেকে। সূত্রের খবর, তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধেও। শোনা যাচ্ছে, যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন অর্পিতা। সেক্ষেত্রে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হতে পারে তাঁকে।
যে পথে গ্রেফতারি...
প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত কাল সকাল থেকে এসএসসি দুর্নীতির আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের দিকটি খতিয়ে দেখতে পার্থর বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা। তার পরই উঠে আসে অর্পিতার নাম। সূত্রের দাবি, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। পরে জানা যায়, অর্পিতার ৩টি সম্পত্তির হদিস মিলেছে। এর মধ্যে বেলঘরিয়া এলাকায় ২টি ফ্ল্যাট ও একটি বাড়ি রয়েছে বলে খবর। যেখানে তাঁর ফ্ল্যাট সেই আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই সেখানে আসেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। তবে এই মুহূর্তে ২টি ফ্ল্যাটই তালাবন্ধ।
২১ কোটি টাকা উদ্ধার
ইডি সূত্রে খবর, অর্পিতার বাড়ি থেকে প্রায় ২১ কোটি টোকা উদ্ধার হয়েছে ! সঙ্গে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার সোনা। কিন্তু এত টাকা এল কোথা থেকে? সূত্রে খবর, অর্পিতা জানিয়েছেন, তিনি অভিনয় করেন। কিন্তু অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? জানা গিয়েছে, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উৎস জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। জানতে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, পার্থর ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এল? কেনই বা ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল?
সদুত্তর এখনও নেই। তবে একটি বিষয়ের উত্তর তিনি দিয়েছেন। পরিষদীয় মন্ত্রীকে চেনেন বলে মনে নিয়েছেন অর্পিতা, খবর ইডি সূত্রে। তা হলে কি ওই পরিচয়ের আড়ালেই লুকিয়ে কেলেঙ্কারির রহস্য? খুঁজছে ইডি।
আরও পড়ুন:রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)