Asansol : মঙ্গলবার ভোট, ২ দিন আগেই ' BJP নেতার গাড়ি লক্ষ্য করে গুলি'
বিজেপি নেতা জীতেন চট্টোপাধ্যায়ের অভিযোগ, তিনি যখন প্রচার সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় দুই বাইক আরোহী যুবক তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল : আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ( Asansol Bypoll ) মুখে পাণ্ডবেশ্বরে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ।
বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
রবিবার রাতে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে ওই ঘটনা ঘটে। বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায়ের অভিযোগ, তিনি যখন প্রচার সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় দুই বাইক আরোহী যুবক তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনার পর উখরা পুলিশ ফাঁড়িতে চলে আসেন বিজেপি নেতা। ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও। এখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
রবিবার রাতেই দায়ের হয় অভিযোগ। তৃণমূলের নাম না করে শাসক দলের দিকেই এই ঘটনায় আঙুল তুলেছেন বিজেপি নেতা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ সূত্রে দাবি, গাড়ির ভিতরে গুলির কোনও খোল মেলেনি। গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করানো হবে।
দিলীপ ঘোষের প্রতিক্রিয়া
'' পাণ্ডবেশ্বরের বিধায়ক বলেছিলেন, আপনি যদি ভোট দিতে যান, তাহলে ধরে নেব আপনি আমাদের বিরুদ্ধে। আমি ওখানে পরশু প্রচার করেছি। সেখানে দেখে এলাম ভয়ের পরিবেশ। লোক বেরোতে চাইছে না। আমরা আশা করব ইলেকশন কমিশন সেই ব্যবস্থা করবে। যাতে লোক দিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। না হলে এই গণতন্ত্রের কোন মানেই হয় না।
সম্প্রতি পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশ
দিন কয়েক আগেই আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচনের আগে পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আসানসোল দক্ষিণ থানার আইসি অভিজিত্ চট্টোপাধ্যায় ও জামুড়িয়া থানার ওসি সঞ্জীব দে-কে বদলি করার নির্দেশ দেওয়া হয়। দুই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল, এঁরা তৃণমূলের হয়ে কাজ করছেন।
আসানসোল কেন্দ্র
উপনির্বাচনের আগে আসানসোলে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। প্রচারপর্বে একে অপরকে আক্রমণ করেছে সব দলই। নির্বাচন কমিশন জানিয়েছে, আসানসোলের ৫১ শতাংশ বুথে ওয়েবকাস্টিং করা হবে। বাকি বুথ গুলিতে থাকবে সিসি ক্যামেরা। ১২ এপ্রিল, উপনির্বাচনের দিন ভোটের লাইনে দাঁড়াবে আসানসোলবাসী। সেই দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তাপ। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হওয়ায় আসানসোলের বাসিন্দাদের একটা বড় অংশই হল শ্রমজীবী।
আসানসোলে এবার চতুর্মুখী লড়াই। তৃণমূল-বিজেপির পাশাপাশি ভোটের ময়দানে রয়েছে বাম-কংগ্রেসও। এখানে মোট বুথের সংখ্যা ২ হাজার ১০২টি। এর মধ্যে উত্তেজনাপ্রবণ বুথ ৬৮০টি। মাইক্রো অবজারভার থাকবেন ৪৪২ জন। আসানসোল লোকসভার উপনির্বাচনের ফল জানা যাবে ১৬ এপ্রিল।