(Source: ECI/ABP News/ABP Majha)
Asansol By Election: বিজেপি প্রচারকদের হেনস্থার অভিযোগ, মধ্যরাতে হুলস্থুল আসানসোলে
Asansol Lok Sabha By Election: শুক্রবার রাতে এই ঘটনায় ধুন্ধুমার বাধে। আসানসোল স্টেশন সংলগ্ন একটি অতিথি নিবাসে রাত ১২টা নাগাদ অভিযান চালায় পুলিশ।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে আসানসোলে (Asansol Lok Sabha By Election)। এ বার সেখানে বিজেপি-র (BJP) হয়ে প্রচারে আসা শিল্পীদের হেনস্থার অভিযোগ উঠল। সেই নিয়ে মধ্যরাতে তেতে উঠল পরিস্থিতি। পুলিশের সঙ্গে তীব্র বচসা বাধে বিজেপি-র নেতা-কর্মীদের। বেছে বেছে বিজেপি-র প্রচারে আসা শিল্পীদেরই হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন সেখানে বিজেপি-র প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
মধ্যরাতে অতিথিশালায় অভিযান পুলিশের
শুক্রবার রাতে এই ঘটনায় ধুন্ধুমার বাধে। আসানসোল স্টেশন সংলগ্ন একটি অতিথি নিবাসে রাত ১২টা নাগাদ অভিযান চালায় পুলিশ। সেখানে অগ্নিমিত্রার হয়ে প্রচারে আসা অভিনেত্রী পাপিয়া অধিকারীর (Papiya Adhikari) পথনাটিকা গ্রুপের শিল্পীরা ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, তাঁদের হেনস্থা করা হয়।
খবর পেয়ে শুক্রবার রাতেই অতিথিশালায় পৌঁছন অগ্নিমিত্রা। পৌঁছন যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়, রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্য়ায়-সহ বিজেপি-র কর্মী-নেতারা। পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, এঁরা কারা তা তদন্ত করে দেখা হচ্ছে।
কিন্তু অগ্নিমিত্রার অভিযোগ, দুপুরেও একদফা তল্লাশি চালিয়ে যায় পুলিশ। তার পর রাতে ফের হাজির হয় পুলিশ। তাঁর প্রশ্ন, দুপুরের পর রাতে তদন্ত করার অর্থ কী? তাঁর হয়ে প্রচারে এসেছেন বলেই শিল্পীর দলকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন অগ্নিমিত্রা। পুলিশের তরফে তদন্তের কথা বলা হলেও, কী কারণে তদন্ত, তা জানানো হয়নি বলে জানান।
ভোটযুদ্ধের প্রস্তুতি তুঙ্গে আসানসোলে
আগামী ১৫ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে। বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদানের পর সেখানকার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। সেখানে বিজেপি পরিত্যাগী শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল। বিধআনসভা নির্বাচনে বিজেপি-কে জেতানো অগ্নিমিত্রাকে ফের সেখানে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। সিপিএম দাঁড় করিয়েছে পার্থ মুখোপাধ্যায়কে।