(Source: ECI/ABP News/ABP Majha)
Asansol Bypoll 2022 : শত্রুঘ্নর জনসভায় ৪০০-র বেশি বিজেপি নেতা-কর্মীর তৃণমূলে যোগদান ? 'নাটক' বলছে গেরুয়া শিবির
Asansol Bypoll 2022 : বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছেড়ে দেওয়ায়, ১২ এপ্রিল উপনির্বাচন হবে আসানসোল লোকসভা কেন্দ্রে
মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গাঁতাইত ও প্রসূন চক্রবর্তী, কলকাতা : উপনির্বাচনের মুখে আসানসোলে বিজেপি শিবিরে বড় ভাঙন ধরানোর দাবি করল তৃণমূল। ঘাসফুল শিবির সূত্রে দাবি, শনিবার দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার জনসভায় চারশোর বেশি বিজেপি নেতাকর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। নিজেদের লোককে মঞ্চে তুলে পুরোটাই নাটক তৃণমূলের। পাল্টা দাবি করেছে বিজেপি।
আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন, কোনও প্রধানমন্ত্রীর এরকম ভাষা হওয়া উচিত ? তাও আবার একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে ! দিদি, ও দিদি, দিদি, ও দিদি। ব্যঙ্গ করছেন আপনি (প্রধানমন্ত্রী)।
এর জবাবে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, দিদি ও দিদি - ঊষা উত্থুপের গানও তো আছে। নাড্ডা, চাড্ডা, বাড্ডা, গাড্ডা... প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাব। হোঁদল কুতকুত, কিম্ভুতকিমাকার, এই কথাগুলি বুঝি খুব সম্মানের।
পারদের সূচক বলছে রবিবার আসানসোলের তাপমাত্রা ঘোরাফেরা করছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ! শেষ চৈত্রের গরম যেন আরও বাড়ছে লোকসভা উপ নির্বাচনকে ঘিরে!
বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছেড়ে দেওয়ায়, ১২ এপ্রিল উপনির্বাচন হবে আসানসোল লোকসভা কেন্দ্রে। শনিবার সন্ধেয় পাণ্ডবেশ্বরে জনসভা করেন তৃণমূল প্রার্থী ও বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তৃণমূল প্রার্থীর ওই নির্বাচনী জনসভায় দেখা গেল গেরুয়া শিবিরে ভাঙনের ছবি। পাণ্ডবেশ্বরের মণ্ডল সভাপতি-সহ একাধিক ব্যক্তিকে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিতে দেখা যায়।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী নেতা গোপী মোদি বলেন, উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান। কোনও জোরজবরদস্তি করে আনা হয়নি।
তৃণমূল সূত্রে দাবি, শত্রুঘ্ন সিনহার শনিবারের প্রচারসভায় ৪০০-র বেশি বিজেপি নেতা-কর্মী ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। যদিও বিজেপি তা মানতে নারাজা।
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, চারশোর বেশি লোক যোগ দিয়েছেন বিজেপি থেকে। ওদের পাশে কেউ নেই।
এনিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোলবাসীর ঘরের মেয়ের জন্য ভালবাসা দেখে তৃণমূল ভয় পেয়েছে। তাই এখন নিজেদের লোকেদের মঞ্চে উঠিয়ে ঝান্ডা ধরিয়ে বলছে ৪০০ জন জয়েন করেছে। ওদের এই মিথ্যা কথা আসানসোলের মানুষ জানে। বেসিক্যালি পার্টিটা চলছে মিথ্যা আর দুর্নীতির ওপর।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়াই এবার চতুর্মুখী। বাগযুদ্ধের মধ্যেই রবিবার দেখা গেল জমজমাট প্রচার। বারাবনিতে রোড শো করেন বামপ্রার্থী পার্থ মুখোপাধ্যায়। কুলটির নিয়ামতপুরে হেঁটে প্রচার সারেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি। জামুড়িয়ার গোবিন্দনগরে গুরুদ্বারে প্রণাম সেরে মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এরপর নিঘা-তে রোড শো করেন তিনি।
১৬ এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচনের ফল ঘোষণা।