Asansol Lok Sabha By Election: ভোটের আগে নিরাপত্তায় জোর, নাকা চেকিং, বহিরাগত প্রবেশে নজরদারি, যৌথ বৈঠকে সিদ্ধান্ত
Asansol Lok Sabha By Election: আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন (Asansol Lok Sabha By Election)। তা নিয়ে রাজনৈনিক প্রস্তুতি তুঙ্গে উঠেছে। গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচনের আগে প্রশাসনের তরফেও তৎপরতা শুরু হয়েছে। প্রচার থেকে ভোটগ্রহণ এবং ভোটগণনা, সব কিছু যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা সুনিশ্চিত করার প্রচেষ্টা চলছে। সেই উপলক্ষে শনিবার পড়শি রাজ্য ঝাড়খণ্ড এবং আশেপাশের জেলার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে জরুরি বৈঠক সম্পন্ন হল।
নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে বৈঠক
নির্বাচনকে সামনে রেখে আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা পুলিশ আধিকারিকদের গুরুত্বপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হল আসানসোল সার্কিট হাউসে। সেখানে উপস্থিত ছিলেন প্রতিবেশি রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ এবং জামতড়া জেলার পুলিশ আধিকারিকরা। এ ছাড়াও পাশ্ববর্তী জেলার পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। অপরাধ দমনে যাবতীয় তথ্য আদান প্রদান হয় তাঁদের মধ্যে।
গত কয়েকটি নির্বাচনে পুলিশ এবং প্রশাসনের মাথাব্যথার কারণ ছিল ভোটে বহিরাগতদের প্রবেশ এবং তা থেকে উদ্ভুত ঝামেলা। এ দিনের বৈঠকে তাই সীমান্তের নাকা চেকিং-এর উপর বিশেষ জোর দেওয়া হয়। ভোটের সময় সীমান্ত পেরিয়ে যাঁরা রাজ্যে ঢুকছেন, তাঁদের পরিচয়পত্র খুঁটিয়ে দেখা হবে বলে একমত হন সকলে। এ ছাড়াও তাঁদের সঙ্গে থাকা জিনিসপত্রেরও তল্লাশি নেওয়ার কথা বলা হয়। নির্বাচনের সময় সংলগ্ন এলাকায় অপরাধী এবং সমাজবিরোধীরা যাতে সক্রিয় না হয়ে উঠতে পারে, সে দিকেও বিশেষ ভাবে নজরদারি চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জমজমাট আসানসোলের নির্বাচনী আবহ
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পর সেখানকার সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তাঁকে এ বার বালিগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি (BJP) ছেড়ে আসা শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) প্রার্থী করা হয়েছে আসানসোলেল লোকসভা আসন থেকে। অন্য দিকে, আসানসোলের মেয়ে অগ্নিমিত্রা পালকেই (Agnimitra Paul) সেখানে শত্রুঘ্নর বিরুদ্ধে প্রার্থী করেছে বিজেপি। সিপিএম-এর (CPM) প্রার্থী পার্থ মুখোপাধ্যায় (Partha Mukherjee)।
ভোটের লড়াইও ইতিমধ্যেই জমে উঠেছে আসানসোলে। মুম্বই ছেড়ে আসানসোলে প্রচারে মন দিয়েছেন শত্রুঘ্ন। সেখানে জনজাতি কন্যাদের নাচের আয়োজনে মাদল বাজাতেও দেখা যায় তাঁকে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন অগ্নিমিত্রাও। তিনি আসানসোলের ‘ঘরের মেয়ে’। তাঁকে হারানোর সাধ্য নেই তৃণমূলের, এমন মন্তব্যও করেছেন তিনি। প্রচারে অংশ নিচ্ছেন পার্থও। তৃণমূল-বিজেপি-র উপর অতিষ্ঠ হয়ে মানুষ তাঁকেই বেছে নেবেন বলে আশাবাদী তিনি।