SSC Update: এসএসসি দুর্নীতির প্রতিবাদে ধর্নামঞ্চে ‘আত্মহত্যার চেষ্টা’
Dharmatala Protest: রাজ্যপালের কাছে বিচার চেয়ে রাজভবনে বিজেপির প্রতিনিধি দল। পদক্ষেপের আশ্বাস রাজ্যপালের, ট্যুইট জগদীপ ধনকড়ের।
কলকাতা: এসএসসি দুর্নীতির প্রতিবাদে ধর্মতলায় ধর্নামঞ্চে ‘‘আত্মহত্যার চেষ্টা’ আন্দোলনকারীদের একাংশের। ‘শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে পুলিশ’ এমনই নালিশ জানিয়ে বিচার চেয়ে রাজভবনে রাজ্যপালের কাছে গেলেন বিজেপির প্রতিনিধি দল। ঘটনায় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ প্রসঙ্গে ট্যুইটও করেছেন জগদীপ ধনকড়। উল্লেখ্য, ধর্মতলায় এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থানে পুলিশি হামলার অভিযোগ উঠেছে। ছাউনি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। মহিলাদের জন্য অস্থায়ী শৌচাগার তৈরিতেও বাধা দেওয়ার অভিযোগ। পুলিশ ও চাকরিপ্রার্থীদের মধ্যে ধস্তাধস্তি।
এবার রাজ্যের বিশিষ্টদের নিশানা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। ‘যেখানে হিংসা, সেখানে উন্নয়ন অসম্ভব’ ‘এখানকার পরিস্থিতি উদ্বেগজনক’ ‘কিন্তু বিশিষ্টদের নীরবতা দেখে আমি উদ্বিগ্ন’ মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের।
SSC’র নিয়োগ দুর্নীতি থেকে। ভোট পরবর্তী সন্ত্রাস মামলা। দু’দিনে তৃণমূলের ৪ নেতা-মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করল CBI। বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা। পরেশ পালকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল CBI। এরইমধ্যে দীর্ঘ জল্পনা, গুঞ্জন, টালবাহানা, নাটকীয়তা, রহস্য
বৃহস্পতিবার অবশেষে সিবিআই দফতরে পৌঁছন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীও এর আগে বৃহস্পতিবার ধর্মতলায় যেখানে SSC’র চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আন্দোলনকারীদের জন্য শৌচাগার তৈরি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর অভিযোগ করা হয়।
ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার সামনেই ‘আত্মহত্যার চেষ্টা’করেন একজন আন্দোলনকারী। এই বিষয়টি নিয়ে রাজ্যপাল ট্যুইট করে বলেন। SSC’তে দুর্নীতি ও নিয়োগে স্বজনপোষণের প্রতিবাদে, যে সমস্ত চাকরিপ্রার্থী প্রতিবাদ করছেন, তাঁদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে কল্যাণ চৌবের নেতৃত্বে যে সব বিজেপি নেতারা সরব হয়েছেন রাজ্যপাল তাঁদের আশ্বাস দিয়েছেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।
এরইমধ্যে বৃহস্পতিবার আমহার্স্টস্ট্রিট থানায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামে মিসিং ডায়েরি করে SFI ও DYFI। হুগলির উত্তরপাড়া থানাতেও শিক্ষা প্রতিমন্ত্রীর নামে মিসিং ডায়েরি করে তারা। SFI ও DYFI’র তরফে হুগলির বাঁশবেড়িয়ায় পরেশ অধিকারীর সন্ধান চাই বলে এলাকায় পোস্টার দেওয়া হয়।
মুর্শিদাবাদের ধুলিয়ানেও রাস্তায় নামে SFI-DYFI। SSC’র নিয়োগ দুর্নীতির অভিযোগে করুণাময়ীতে SFI’র বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন সকালে SSC’র কর্মপ্রার্থীদের ধর্নামঞ্চে গিয়ে। রাজ্য সরকারকে নিশানা করেন অধীর চৌধুরীও।