Babun Banerjee: হঠাৎই ভোটার তালিকা থেকে বাদ গেল নাম, এবিপি আনন্দে দুঃখ করলেন মমতার ভাই বাবুন
Babun Banerjee News: এর আগে হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন বাবুন।
কলকাতা: ভোটার তালিকা থেকে নাম বাদ গেল বাবুন বন্দ্যোপাধ্যায়ের। এবার হাওড়া থেকে ভোট দেওয়ার জন্য নাম ট্রান্সফারের আবেদন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায়, তিনি ভোট দিতে পারেননি বলে অভিযোগ। কেন নাম বাদ পড়ল, তা তিনি বুঝতে পারছেন না বলে দাবি বাবুনের। (Babun Banerjee)
এর আগে হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন বাবুন। প্রসূনকে ঠেকাতে নির্দল প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে নামার কথাও জানিয়েছিলেন। সেই নিয়ে মমতা ভাইকে কড়া বার্তা দিয়েছিলেন। সেই হাওড়াতেই ভোট দিতে গিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বলে নাকি জানতে পারেন বাবুন, তিনি অন্তত এমনটাই জানিয়েছেন। (Babun Banerjee News)
এবিপি আনন্দে বিষয়টি নিয়ে মুখ খোলেন বাবুন। তিনি বলেন, "ভোট দিতে গিয়ে দেখলাম আমার নামের উপর Deleted লেখা রয়েছে। এত বছর দিয়ে ভোট দিয়ে আসছি। এবছর ভোট দিতে পারলাম না যে, তার জন্য খারাপ লাগছে। তবে আমার মনে হয়, গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে ভোটাধিকার ছিল আমার। সেই ভোট দিতে পারলাম না বলে খারাপ লাগছে।" তিনি মধ্য হাওড়ার ভোটার ছিলেন বলে জানিয়েছেন বাবুন।
কয়েক মাস আগে এই হাওড়ার প্রার্থিতালিকা নিয়েই দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন বাবুন। এ বছর মার্চ মাসে তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেন বাবুন। জানান, হাওড়ায় প্রসূনকে প্রার্থী করায় আপত্তি রয়েছে তাঁর। প্রসূনের চেয়ে অনেক যোগ্য প্রার্থী থাকতেও, তাঁকে প্রার্থী করা হল কেন, প্রশ্ন তোলেন বাবুন। আরও এক কদম এগিয়ে জানান, প্রসূনের বিরুদ্ধে নির্বাচনে নামতে প্রস্তুত তিনি। প্রয়োজনে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াবেন।
প্রকাশ্যে দিদির দলের বিরুদ্ধে মুখ খোলায় বাবুনকে নিয়ে শোরগোল পড়ে যায় তৃণমূলের অন্দরেও। সেই আবহে বাবুনের প্রতি কড়া অবস্থান নেন মমতা। তিনি বলেন, "আমার পরিবার বলে কিছু নেই। পরিবারকে বাদ দিয়ে, যে যাঁর খেলা খেলুন। আজ থেকে আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করলাম। ওকে আমি পরিবারের অংশ বলে মনে করি না। যাঁর কথা বলছেন, তাঁর অনেক কাজকর্মই আমার পছন্দ নয়।"
বাবুন নয়, বরং প্রসূনেরই নিয়েছিলেন মমতা। জানিয়েছিলেন, হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন এবং বাবুনের এই মন্তব্যের পর প্রসূনকে জেতানোর দায়িত্ব আরও বেড়ে গেল। চাইলে আরও অনেক কিছু বলতে পারেন, কিন্তু প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করতে চান না বলেও জানান মমতা। মমতার মুখে এমন কড়া কথা শুনে প্রায় সঙ্গে সঙ্গেই ৭মা চেয়ে নেন বাবুন। বলেন, "ভোটে লড়তে চাই না, শুধু ভাই হয়ে থাকে চাই।" এর পর গত কয়েক মাস চুপই ছিলেন বাবুন। কিন্তু সোমবার পঞ্চম দফায় হাওড়ায় ভোটগ্রহণের দিনই ফের খবরের শিরোনামে উঠে এলেন তিনি।