Lok Sabha Election 2024: অশান্তির আবহেই বিকাল ৫টা পর্যন্ত ভাল ভোট পড়ল বঙ্গের ৭ কেন্দ্রে, কোন কেন্দ্রে কত শতাংশ ?
Fifth Phase Lok Sabha Election 2024: দফায় দফায় অশান্তু, প্রার্থীকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, ছাপ্পা ভোটের অভিযোগ। পঞ্চম দফাতেও বাদ পড়ল না কিছুই
কলকাতা : কোথাও কেন্দ্রীয় বাহিনীর সামনেই সংঘর্ষ, কোথাও ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ। প্রার্থীকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, তো কোথাও ছাপ্পা ভোটের অভিযোগে। এমনকী পুলিশের সামনেই কংগ্রেস প্রার্থীর সঙ্গে তৃণমূলের হাতাহাতি ঘটনাও দেখা গেল। পঞ্চম দফার ভোটেও অশান্তির বৈচিত্র্য দেখল বাংলা। তারই মধ্যে এ রাজ্যের সাত কেন্দ্রেই কমবেশি ভালই ভোট পড়েছে। বিকাল ৫টা পর্যন্ত বাংলায় পঞ্চম দফার নির্বাচনে ভোট পড়ল ৭৩ শতাংশ। Lok Sabha Election 2024 Fifth Phase in West Bengal
কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল ?
বনগাঁ- ৭৫.৭৩
ব্যারাকপুর- ৬৮.৮৪
হাওড়া-৬৮.৮৪
উলুবেড়িয়া- ৭৪.৫০
শ্রীরামপুর- ৭১.১৮
হুগলি- ৭৪.১৭
আরামবাগ- ৭৬.৯০
আজ রাজ্যের সাত কেন্দ্রের ভোটগ্রহণ করা হয়। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে। ভোটের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে একের পর এক অশান্তির ছবি সামনে আসতে শুরু করে।
কল্যাণীর গয়েশপুরে বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বার করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাই স্কুলের ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে চড়-থাপ্পড় মারার অভিযোগ ওঠে পোলিং এজেন্টদের বিরুদ্ধে। বনগাঁর গয়েশপুরে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারা হয়। আহত হন ১ বিজেপি কর্মী। ব্যারাকপুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বুথের কাছে অর্জুন সিংহকে দেখে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। এলাকায় উত্তেজনা ছড়ায়। ধনেখালিতে তৃণমূলকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন লকেট চট্টোপাধ্যায়। গোলমালের মধ্যেই হাজির শাসক বিধায়ক অসীমা পাত্র। স্লোগান, পাল্টা স্লোগান উত্তেজনা ছড়ায় এলাকায়। মইদিপুরের বুথে ভোট পরিদর্শনে এসেছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। দু-পক্ষের মধ্যে চলে কথা কাটাকাটি। ভোটারের লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজনও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।এরই মাঝে বিজেপি প্রার্থীকে দেখে একজন 'চোর চোর' স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। একটা সময় একেবারে কাছাকাছি চলে আসেন যুযুধান দুই পক্ষ। একদিক থেকে উড়ে আসে 'চোর', তো অন্যদিকে 'ডাকাত'। এনিয়ে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।
কোথাও বিজেপি...কোথাও কংগ্রেস। পঞ্চম দফায় একাধিক জায়গায় বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এখানেই প্রশ্ন উঠছে, মোটের উপর হিংসাহীন ভোটে বিরোধীকে রুখতে এটাই কি নতুন স্ট্র্য়াটেজি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।