Baguiati Case: 'হাল্কা মাথা ফেটেছে, এবার পুরো মুণ্ডুটাই উড়িয়ে দেব', এখনও 'থ্রেট' পাচ্ছেন বাগুইআটির প্রোমোটার
Baguiati Promoter Case: দাবি মতো তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে।
জয়ন্ত পাল, কলকাতা : বাগুইআটিকাণ্ডে এখনও অধরা 'তোলাবাজ' কাউন্সিলর। আক্রান্ত প্রোমোটারকে ফের হুমকির অভিযোগ। বারাসাত কোর্ট চত্বরে আক্রান্ত প্রোমোটারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রোমোটার কিশোর হালদার। তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাগুইআটিতে আক্রান্ত হন এই প্রোমোটার। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনও অধরা। ২১ দিন পরেও অধরা তিনি। প্রাণনাশের আশঙ্কা আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের। গতবছর ডিসেম্বর মাসে দাবি মতো তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। ঘটনার পর তিন সপ্তাহ কাটতে চললেও এখনও অধরা অভিযুক্ত কাউন্সিলর। তাঁর দুই সঙ্গী ধরা পড়েছে পুলিশের হাতে।
প্রোমোটার বলছেন ৩ জানুয়ারি আদালত থেকে বেরিয়ে নিজের আইনজীবীর কাছে যাওয়ার সময় পিছনে তাকিয়ে তিনি দেখতে পান কয়েকজন তাঁর ছবি তুলছে, ভিডিও করছে। এরপরেই ওই ব্যক্তিরা শুরু করে অকথ্য গালিগালাজ। আদালত চত্বরে কীভাবে কেউ এমন আচরণ করতে পারে তা ভেবেই অবাক হয়ে গিয়েছেন ওই প্রোমোটার। পাশাপাশি এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত তিনি। বলছেন, আদালতেই যদি এভাবে আক্রমণ করে তাহলে বাইরে কী হতে পারে। এখনও অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তী পুলিশের হাতে ধরা না পড়ায় কিছুটা বিরক্তও এই প্রোমোটার। তিনি বলছেন, 'এখনও পুলিশ সমরেশ চক্রবর্তীর টিকি খুঁজে পাচ্ছে না। এদিকে এখনও থ্রেট আসছে। বলছে হাল্কা মাথা ফেটেছে। এবার পুরো মুণ্ডুটাই উড়িয়ে দেব।' একমাস পার হতে চললেও, কেন পুলিশ তৃণমূল কাউন্সিলরের খোঁজ পাচ্ছে না, কারা তাঁকে আড়াল করছেন, এই নিয়ে ক্রমাগত উঠছে প্রশ্ন।
তোলা না দেওয়ায়, বাগুইআটির বাসিন্দা, পেশায় প্রোমোটার কিশোর হালদারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে, বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করেন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। ২৩ লক্ষ টাকা দিয়েছিলেন। বাকি টাকা না দেওয়ায়, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। প্রোমোটার জোর করে কাজ শুরু করায়, তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা এসে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুন- পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে কিংপিন সমরেশের সঙ্গে ধৃত প্রাক্তন এসআই- এর আর্থিক লেনদেন !