West Burdwan: বকেয়া DA নিয়ে ধর্মঘটের জের, শিক্ষকদের ঘিরে আন্দোলন অভিভাবকদের
উত্তেজনা কাঁকসার মলানদিঘি উচ্চ বিদ্যালয়ে। প্রধান শিক্ষক অতিরিক্ত ক্লাস করানোর আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: শুক্রবারে শিক্ষকদের আন্দোলনের (Teacher Protest) জেরে থমকে গিয়েছিল পঠন-পাঠন। শনিবারে শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে বিক্ষোভ। গেটের বাইরে শিক্ষকদের ঘিরে ধরে আন্দোলনে সামিল অভিভাবকরা। উত্তেজনা কাঁকসার মলানদিঘি উচ্চ বিদ্যালয়ে। প্রধান শিক্ষক অতিরিক্ত ক্লাস করানোর আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে বিক্ষোভ: ডিএ ইস্যুতে ধর্মঘটে সামিল হওয়ার জন্য উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষকদের স্কুল থেকে বার করে দেওয়ার অভিযোগস্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। শিক্ষকদের বার করে দিয়ে টিচার্স রুমে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ঝাটিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ঘটনাস্থলে আসে পুলিশ। বাঁকুড়ার বেলডাংড়ার প্রাথমিক স্কুলে তালা লাগানোর অভিযোগ। স্কুলে ঢুকতে না পেরে এসআই-কে ফোন প্রধান শিক্ষিকার। 'গতকাল স্কুল বন্ধ ছিল, তাই আজও স্কুল বন্ধ রাখতে বলেছি।' মন্তব্য স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর।
বকেয়া DA নিয়ে ধর্মঘটের পরদিনই স্কুলে স্কুলে অশান্তি। একের পর এক স্কুলে ঢুকতে বাধা দেওয়া হল DA'র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়া শিক্ষকদের। বহু জায়গায় শিক্ষকদের বাধা দিতে দেখা গেল তৃণমূল নেতাদেরও। ডিএ-ধর্মঘটে সামিল, কোথাও স্কুলে ঢুকতে বাধা, কোথাও দাঁড় করিয়ে 'শাস্তি'! পূর্বস্থলীতে স্কুলে ঢুকতে তৃণমূল নেতার বাধা। গতকাল স্কুল না খোলার অভিযোগে শিক্ষকদের তৃণমূল নেতার বাধা। কেন বন্ধ ছিল স্কুল? পাণ্ডুয়ায় শিক্ষকদের দাঁড় করিয়ে 'শাস্তি'। ৬জন শিক্ষককে স্কুলের বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বিড়া রাজীবপুর এভি হাইস্কুলে উত্তেজনা। স্কুলে তালা লাগানোর অভিযোগ টিএমসিপি-র বিরুদ্ধে। গতকাল শিক্ষকরা ধর্মঘটে সামিল হওয়ায় স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ। ধর্মঘটে স্কুল না খোলায় অভিভাবকরা ক্ষুব্ধ, দায় ঝেড়ে সাফাই তৃণমূলের।
আন্দোলনের প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানে: শুধু রাজ্য সরকারি দফতর নয়, DA-এর দাবিতে আন্দোলনের প্রভাব গতকাল পড়ে শিক্ষা প্রতিষ্ঠানেও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বাইরে বিক্ষোভের জেরে, সামনের গেট দিয়ে ঢুকতে পারল না রেজিস্ট্রারের গাড়ি। ধর্মঘটের জেরে শুক্রবার কার্যত পড়াশোনা শিকেয় উঠেছিল ভবানীপুরের রামরিক ইনস্টিটিউশনে। অন্যদিকে, হুগলি থেকে দক্ষিণ ২৪ পরগনা স্কুলে এলেন না, শিক্ষক-শিক্ষিকাদের একটা বড় অংশ। পরিস্থিতি সামাল দিতে ক্লাস নিতে দেখা গেল স্কুল পরিচালন সমিতির সদস্যদের।
আরও পড়ুন: Soma Chakraborty: 'যেভাবেই হোক এবার টাকাটা ফেরত দেব,' এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সোমা চক্রবর্তী