Bangladesh News: 'রোজ ভাবি, খারাপ খবর শুনবো না..', বাংলাদেশে হিন্দুর উপর ফের আক্রমণে প্রতিক্রিয়া ইসকনের VP-র !
Kolkata ISKCON VP Radha Raman On Bangladesh Hindu Attack : ফের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুর উপর আক্রমণ! কী প্রতিক্রিয়া কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের ?
কলকাতা: ফের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুর উপর আক্রমণ!বাংলাদেশের ভোলা জেলায় আক্রান্ত হয়েছেন হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাস। ইসলামি মৌলবাদী মহম্মদ রিয়াজের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত ব্য়বসায়ীর ছবি পোস্ট করলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
বাংলাদেশে এদিন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, এটা দুর্ভাগ্যজনক। আমরা রোজ ভাবি যে , আজকে আমরা এরকম খবর শুনবো না। কিন্তু প্রত্যেকদিনই দেখা যাচ্ছে, এরকম আক্রমণ হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। ১০০ দিন থেকে আমরা একই জিনিস দেখছি। একজন ব্যবসায়ীর উপর হামলা চালানো হয়েছে। তার কী দোষ ? উনি তো নিজের ব্যবসা করছে। কারও ক্ষতি করছে না। কিন্তু এখন মনে হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু, অন্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান হওয়াটাই পাপ হয়ে গিয়েছে। সেই জন্য ওরা বারবার এরকম আঘাত হানছে।'
বাংলাদেশে বারবার আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। বারবার আক্রান্ত হচ্ছে হিন্দুরা। এবং এই ঘটনা থামছে না। কারণ পুলিশ এবং প্রশাসনের যে ব্যবস্থা নেওয়া উচিত, সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে না। এবং এই ক্ষেত্রে সরকারের যে উদ্যোগী হওয়া উচিত, এবং পুলিশ প্রশানের যারা ব্যবস্থা নিচ্ছেন না, অর্থাৎ যাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে, বাংলাদেশ সরকারের তরফ থেকেও এখন কোনও পদক্ষেপ নিতে যায়নি।
এমনকি বাংলাদেশের বিচারবিভাগের তরফেও কোনও উদ্যোগ চোখে পড়ছে না। জেলে বন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তিনি জামিন পাচ্ছেন না। এখানেই শেষ নয়, তার হয়ে সওয়াল করতে আদালতে দাঁড়াতেও পারছেন না। রবীন্দ্র ঘোষের মত কোনও আইনজীবী যদি আদালতে পৌঁছচ্ছেন তাহলে তাঁকে, সওয়ালও করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ সরকারের মনভাব বদলানোর ইঙ্গিত দেখা যাচ্ছে না। তবে অনেকের মতে, এটা সম্ভব তখনই, যখন ভারত-সহ আন্তর্জাতিক চাপ বাংলাদেশের উপর আরও বাড়বে।
আরও পড়ুন, 'বক্তব্যের ভুল বাংলা অনুবাদ হয়েছে..' ! সংখ্যালঘু মন্তব্য বিতর্কে বাবার পাশে ফিরহাদ কন্যা
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।