Firhad Hakim: 'বক্তব্যের ভুল বাংলা অনুবাদ হয়েছে..' ! সংখ্যালঘু মন্তব্য বিতর্কে বাবার পাশে ফিরহাদ কন্যা
Daughter Priyodarshini On Firhad Hakim Controversy :সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে ফিরহাদ, মুখ খুললেন মেয়ে , কী প্রতিক্রিয়া প্রিয়দর্শিনীর ?
কলকাতা: সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে ফিরহাদ (Firhad Hakim Controversy )। ইতিমধ্যেই তার সমালোচনায় মুখর বিরোধীরা তো বটেই, পাশাপাশি সতীর্থরাও ! আর এবার ফিরহাদের পাশে দাঁড়িয়ে, এবিপি আনন্দ-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন মেয়ে প্রিয়দর্শিনী । উর্দুতে বলা বক্তব্যের ভুল ব্যাখ্যার দাবি মেয়ের। বিতর্কিত মন্তব্যে দলের হুঁশিয়ারি, ব্যাখ্যা ববি-কন্যার।
এদিন ফিরহাদ কন্যা বলেন, উর্দু একটা ভাষা। সেটাকে অনুবাদ করাটা, একটু অসুবিধা হয়ে যায় আমাদের জন্য। এরপর ফিরহাদ কন্যা একাধিক উর্দু বাক্য বলে ব্যাক্ষা দেন এর প্রকৃত মানে কোনটা ? আর সাধারণ মানুষ বুঝে নেয় কোনটা। ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনীর আরও দাবি, আমি নিজে ওই স্টেজে ছিলাম। যেটায় সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়া যায়। একটা ধর্মের ব্যাপারে ব্যাক্ষা করা হয়েছে। এটা সুন্দরভাবে বলা হয়েছে, যারা পিছিয়ে পড়েছে মানুষ, ....আসলে কী বলুন তো, যদি আমরা বলি, আমি মেজোরিটি (সংখ্যাগুরু) হতে চাই, মেজোরিটি সবসময় একটা নম্বর নয়। আমি একটা এমন সেকশনে পৌঁছতে চাই, এমন একটা ক্লাসে পৌঁছতে চাই, যে সেই ক্লাসে গিয়ে আমার একটা বক্তব্য থাকবে জীবনে।
সাংবাদিক: দল কী বুঝতে পারেনি কোনওভাবে, কী বলতে চেয়েছেন ফিরহাদ ? সেই ব্যাক্ষাটা কী দলের কাছে ছিল না ?
ফিরহাদ কন্যা: আমরা তো সবাই তৃণমূল কংগ্রেসের অন্তর্গত। সুতরাং এটার বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না। দিদি আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। বাবা নিজে আছেন।
সাংবাদিক: কোনওভাবে মনে হয়, পশ্চিমবঙ্গের সামাজিক পরিকাঠামোর ক্ষেত্রে এটা একটা হুমকি ?
ফিরহাদ কন্যা: মানুষ কুৎসা করে, হয় তাঁর স্বভাবে, নয়তো অভাবে। আর এখন রাজনৈতিকভাবে বিজেপির স্বভাব কুৎসা করা, আমরা জানি। হুমায়ুন কবির একজন শিক্ষিত মানুষ। আমি ওনাকে সম্মান করি। আর উনি যেটা বলেছেন, হয়তো বাবা সেদিন উর্দুতে যেটা বলেছেন, তার প্রকৃত বাংলা অনুবাদ মানুষের কাছে পৌঁছতে পারেনি। এটা একটা মিস কমিউনিকেশন কোথাও হয়ে গিয়েছে।
আরও পড়ুন, 'মরলে সিংহের মতো মরব ', বললেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।