Kolkata News: বিমানবন্দরে হারিয়ে গিয়েছিলেন, মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি নাগরিককে নিরাপদে ফেরত পাঠাল পুলিশ
Kolkata News: বাংলাদেশের কুমিল্লার পাঁচ পুকুরিয়া গ্রামের বাসিন্দা মহম্মদ মহিউদ্দিন ফারুখ চৌধুরী। গত ২৩ জানুয়ারি ক্যানসারের চিকিৎসা করাতে এসেছিলেন কলকাতার মুকুন্দপুরের একটি হাসপাতালে।
জয়ন্ত পাল, কলকাতা: মারণ রোগের চিকিৎসা করাতে এসেছিলেন কলকাতায়। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার তোড়জোড়ই করছিলেন। কিন্তু বিপত্তি দেখা দেয় কলকাতা বিমানবন্দরে (Calcutta Airport। সেখানে হারিয়ে যান বাংলাদেশ (Bangladesh) থেকে আসা মানসিক ভারসাম্যহীন, ক্যানসার আক্রান্ত (Cancer Patient) ওই রোগী। তাতে যখন বিহ্বল হয়ে পড়েছেন তিনি, সেই সময় এগিয়ে এল এনএসসিবিআই থানার পুলিশ। নিরাপদে ওই রোগীকে বাংলাদেশের বাড়িতে পৌঁছে দিল তারা।
বাংলাদেশের কুমিল্লার পাঁচ পুকুরিয়া গ্রামের বাসিন্দা মহম্মদ মহিউদ্দিন ফারুখ চৌধুরী। গত ২৩ জানুয়ারি ক্যানসারের চিকিৎসা করাতে এসেছিলেন কলকাতার মুকুন্দপুরের একটি হাসপাতালে। কিন্তু ফেরার সময় বিপত্তি দেখা দেয়। সঙ্গে আনা ব্যাগপত্র-সহ সবকিছু হারিয়ে ফেলেন তিনি। কী করবেন বুঝে উঠতে না পেরে বিহ্বল হয়ে পড়েন। তাই বিমানবন্দরের টার্মিনালে অসহায় অবস্থায় বসেছিলেন। পায়ে জুতো পর্যন্ত ছিল না তাঁর।
ওই অবস্থায় এনএসসিবিআই থানার দুই সাব ইনস্পেক্টর অঙ্কিত মান্না এবং নাসির জামালের নজর পড়ে মহিউদ্দিনের উপর। মহিউদ্দিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তাঁরা। কিন্তু পুলিশকে কিছুই উত্তর দিতে পারছিলেন না তিনি। খুঁজেপেতে মহিউদ্দিনের কাছ থেকে বাংলাদেশের ইমো নম্বর হাতে পান ওই দুই সাব ইনস্পেক্টর। সেই নম্বরে যোগাযোগ করলে মহিউদ্দিনের পরিবারের হদিশ মেলে। তাতেই মহিউদ্দিনের পরিচয় জানা যায়।
এর পর পুলিশের তরফে মহিউদ্দিনকে নিরাপদে বাড়ি ফেরানোর উদ্যোগ শুরু হয়। প্রথমে মহিউদ্দিনকে একজোড়া জুতো কিনে দেনওই দুই সাব ইনস্পেক্টর। আন্তর্জাতিক বিমানে যাত্রা, তাই মহিউদ্দিনের করোনা পরীক্ষার ব্যবস্থাও করা হয়। রিপোর্ট নেগেটিভ আসায় বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটের টিকিটও কিনে দেন ৭ হাজার ৫০০ টাকা মূল্যের।
আরও পড়ুন: TMC: তৃণমূল নেতার 'দুয়ারে প্রহার' মন্তব্যের হুঁশিয়ারি, হিংসার ইন্ধনের মামলা রুজু বিজেপির
তাতেই হাল ছেড়ে দেননি ওই দুই সাব ইনস্পেক্টর। বরং মহিউদ্দিনকে বিমানে তুলে দেওয়ার পর লাগাতার তাঁর পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছেন, যাতে ঢাকায় বিমান পৌঁছলে বিমানবন্দরে পরিবারের তরফে কেউ উপস্থিত থাকেন। মহিউদ্দিন নিরাপদে বাড়ি ফেরার পরই নিশ্চিন্ত হয়েছেন দুই সাব ইনস্পেক্টর। তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মহিউদ্দিনের পরিবার। বিধাননগর পুলিশ কমিশানারেটের আধিকারিকদের কানেও বিষয়টি পৌঁছেছে। তাঁরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। ওই দুই সাব ইনস্পেক্টরের মানবিকতা বোধ এবং তাঁদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলে।