Bankura News: বিরোধী কাউন্সিলরদের ধর্তব্যের মধ্যে আনছে না তৃণমূল! বিষ্ণুপুর পৌরসভায় তরজা তুঙ্গে
Bankura News: বিরোধী শিবিরের কাউন্সিলরদের অভিযোগ, তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
তুহিন অধিকারী, বাঁকুড়া: বিপুল সমর্থনে জয়লাভ জয়লাভ করে বোর্ড দখল করতে সফল হয়েছে শাসকদল (TMC)। তার জেরে তৃণমূল নেতৃত্ব বিরোধী শিবিরের কাউন্সিলরদের ধর্তব্যের মধ্যে আনছেন না বলে অভিযোগ। সেই নিয়ে উত্তাল বাঁকুড়া জেলার রাজনীতি (Bankura News)। সেখানে যুযুধান দুই পক্ষ তৃণমূল এবং বিরোধী শিবিরের বিজয়ী কাউন্সিলররা। শাসকদলের নির্দেশে বিরোধী কাউন্সিলরদের পৌরসভা ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগও সামনে এসেছে। তা নিয়ে উত্তাল জেলা রাজনীতি।
বিষ্ণুপুর পৌরসভা (Bishnupur Municipal Corporation) ঘিরেই অশান্তির আবহ বাঁকুড়া জেলার রাজনীতিতে। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে (WB Municipal Elections 2022) সেখানে সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। কংগ্রেস, বিজেপি (BJP) এবং নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন বেশ কিছু আসনে। কিন্তু বিজয়ী হিসেবে উঠে আসা তৃণমূল বিরোধী শিবিরের জয়ী কাউন্সিলরদের ধার ধারছে না বলে অভিযোগ। বিরোধীদের দাবি, মানুষের ভোটে সমর্থন পেয়ে জয়ী হয়েই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিরোধী শিবিরের প্রার্থীরা। অথচ পৌরসভায় তাঁদের কোনও গুরুত্ব নেই।
বিরোধী শিবিরের কাউন্সিলরদের অভিযোগ, তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। পৌরসভা ভবনে প্রবেশের ক্ষেত্রে পুলিশ-নিরাপত্তারক্ষী দিয়ে প্রবেশ আটকানোর চেষ্টাও চলছে। মঙ্গলবার বাধা অতিক্রম করেই পৌরসভা প্রবেশের চেষ্টা করেন বিরোধী শিবিরের কাউন্সিলররা। কিন্তু পুলিশ তাঁদের পথ আটকে দাঁড়ায় বলে অভিযোগ। সেই নিয়ে তুমুল বটসা শুরু হয় দু’পক্ষের মধ্যে। তাতে পৌরসভার অন্দরে তো বটেই, সংলগ্ন এলাকাতেও উত্তেজনার আবহ তরি হয়।
আরও পড়ুন: North 24 Paragana: ড্রোনে কড়াকড়ি, অনুমতি ছাড়া শহরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি
এমনকি বিরোধী কাউন্সিলরদের পৌরসভার নির্ধারিত আসনের কাছে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ সামনে এসেছে। এ দিন সেখানে শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। কিন্তু সেখানে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় বলে জানিয়েছেন বিরোধী শিবিরের জয়ী কাউন্সিলররা। তাঁদের অভিযোগ, পুরসভায় কাউন্সিলরদের বসার জায়গায় তৃণমূলের কাউন্সিল, এমনকি স্থানীয় নেতারা অনায়াসে প্রবেশাধিকার পেলেও, বিরোধী কাউন্সিলারদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এ দিন বিষ্ণুপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদ্য জয়ী কংগ্রেস কাউন্সিলর শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায়, ৮ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল কাউন্সিলর, ১১ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল কাউন্সিলর এবং ১২ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল কাউন্সিলর পৌরসভায় প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। তাতে প্রথমে পুলিশের সাথে তুমুল বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস (Congress) কাউন্সিলর। তাতে পৌরসভা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কংগ্রেস কাউন্সিলর বলেন, “বিরোধী বলে কোন গুরুত্ব নেই। শাসক দলের কাউন্সিলর ও নেতা-কর্মীদের পৌরসভায় অবাধ প্রবেশের অধিকার রয়েছে। অথচ বিরোধীদের প্রবেশে পুলিশের নানা বাধা।”