(Source: ECI/ABP News/ABP Majha)
Bankura News: 'বাইকে ডিনামাইট নিতে গিয়ে বিস্ফোরণ' ! বাঁকুড়ায় মৃত্যু আরোহীর, পোস্ট শুভেন্দুর
Suvendu On Bankura Blast: বাঁকুড়ায় শালতোড়ায় বিস্ফোরণ কাণ্ডে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
বাঁকুড়া: বাঁকুড়ায় শালতোড়ায় বিস্ফোরণ, মৃত্যু বাইক আরোহীর। বাইকে ডিনামাইট নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ, দাবি শুভেন্দুর। 'গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশের। অনুগ্রহ করে বিষয়টির দিকে নজর দিন এনআইএ-র ডিজি', এক্স হ্যান্ডলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
অতীতে ভয়াবহ বিস্ফোরণের মুখোমুখী হয়েছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। যার তদন্তে নেমেছিল NIA। 'রাজনৈতিক সভায় যাতে সবাই হাজির হয়, তাই ভয় দেখাতে তৈরি হচ্ছিল বোমা', ভূপতিনগর-বিস্ফোরণে চার্জশিটে বিস্ফোরক দাবি তুলেছিল সেসময় NIA-র। ভূপতিনগর বিস্ফোরণে ৩৫ পাতার NIA-চার্জশিটে ছিল ৬জনের নাম। ২ ডিসেম্বর, ২০২২,ভূপতিনগর বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের। কাঁথিতে অভিষেকের সভার আগের রাতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়েছিল। ২ ডিসেম্বর, ২০২২, তৃণমূল নেতা রাজকুমার মান্না-সহ ৩জনের মৃত্যু হয়।
বিস্ফোরণের পরেই ৩ ডিসেম্বর পুলিশের FIR, ছিল না বিস্ফোরক আইনের ধারা । ২১ মার্চ, ২০২৩: বিস্ফোরক আইন যোগ করতে বলে হাইকোর্ট । ২১ মার্চ, ২০২৩: কেন্দ্র চাইলে তদন্ত করতে পারে NIA, জানিয়ে দেয় হাইকোর্ট। এরপরেই স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলায় তদন্ত শুরু করে NIA। ৬ এপ্রিল, ২০২৪: বিস্ফোরণের তদন্তে গিয়ে ভূপতিনগরে আক্রান্ত NIA। ৬ এপ্রিল, ২০২৪: NIA-র গাড়ি ভাঙচুর, আক্রান্ত আধিকারিক। ৬ এপ্রিল, ২০২৪: জেরার জন্য ২ তৃণমূল নেতাকে নিয়ে আসার সময় হামলা। এরপরেই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করে NIA
আরও পড়ুন, আগামীকাল থেকে 'টেলি-মেডিসিন' পরিষেবা মিলবে এই নাম্বারে, বড় ঘোষণা জুনিয়র ডক্টরস ফ্রন্টের
অপরদিকে এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের পর বছর ঘুরতে না ঘুরতেই ভয়াবহ বিস্ফোরণের মুখোমুখী হয়েছিল কোলাঘাট।কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের অন্তত ৪-৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রাত ১০টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে পয়াগ গ্রাম ও আশেপাশের এলাকা। স্থানীয় সূত্রে খবর, এই গ্রামে বেশ কিছু বাড়িতে বেআইনি বাজি তৈরি হত। গত বছরের ১৬ মে, এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। মৃত্যু হয় বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ-সহ ১২ জনের।
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।