Bankura News: নদীর চরে পোঁতা রাসায়নিক, কীটনাশকের বস্তা, দুর্নীতির অভিযোগ বিরোধীদের, অস্বীকার তৃণমূলের
Bankura Politics: বিষয়টি নিয়ে পথে নেমে পড়েছে বিজেপিও। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।
পূর্ণেন্দু সিংহ, রাজা চট্টোপাধ্যায়, বাঁকুড়া: নদীর চরে মাটির নীচ থেকে উদ্ধার বস্তা বস্তা রাসায়নিক সার (Fertiliser) আর কীটনাশক (Insecticide)! বাঁকুড়ার (Bankura News) খাতড়ায় এমন অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের (TMC) বিরুদ্ধে সরকারি সার বিলিতে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। অহেতুক রাজনীতি করা হচ্ছে। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।
তুঙ্গে রাজনৈতিক তরজা
ঝোপজঙ্গলে ঘেরা জায়গা। সেখানে শুকনো পাতায় ঢাকা, মাটির নীচে গর্ত থেকে বের করা হচ্ছে বড় বড় বস্তা। আর সেই বস্তা থেকে বেরিয়ে আসছে রাসায়নিক সার আর কীটনাশকের প্যাকেট।সম্প্রতি ফেসবুকে সিপিএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর পোস্ট করা এই ভিডিও ঘিরেই সরগরম বাঁকুড়ার খাতড়া।
বিষয়টি নিয়ে পথে নেমে পড়েছে বিজেপিও। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। বিরোধী শিবিরের দাবি, খাতড়া ব্লকের বনকাটি গ্রামে কংসাবতীর চরে মাটির নীচ থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা রাসায়নিক সার ও কীটনাশক। তাদের অভিযোগ, সরকারি সার ও কীটনাশক বিলিতে দুর্নীতি হয়েছে। কৃষকদের না দিয়ে সরকারি সার এবং কীটনাশক মাটির তলায় মজুত করেছে তৃণমূলের একাংশ ।
এর প্রতিবাদে শনিবার খাতড়ার পাম্প মোড়ে বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক দীপককুমার দাস বলেন, "বস্তাগুলিতে লেখা আছে নট ফর সেল এবং এগুলি গভর্নমেন্টের। প্রশাসনকে বলতে চাই এই সার এবং কীটনাশক দ্রব্য কারা রেখেছে এবং কোথা থেকে এল? এর সঠিক পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।"
দুর্নীতির অভিযোগ অস্বীকার তৃণমূলের
তৃণমূল যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলনেত্রী তথা রাজ্যের খাদ্য ও গণবণ্টন বিভাগের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, "সারটা কৃষি দফতরের নয়। কেউ বা কারা সরকারকে বদনাম করার জন্য এটা করছে। সার নিয়ে যারা এই কাজ করেছে আমি চাইব তাদের কঠোর সাজা হোক।"