![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bankura Job Fraud: ভুয়ো নিয়োগপত্র ও পরিচয়পত্র দিয়ে রেলে চাকুরির প্রতারণা, বাঁকুড়ায় গ্রেফতার ১
অভিযুক্তের দেওয়া নিয়োগপত্র ও পরিচয়পত্র নিয়ে চাকরিতে যোগ দিতে গিয়ে বোঝা যায় সব জাল...
![Bankura Job Fraud: ভুয়ো নিয়োগপত্র ও পরিচয়পত্র দিয়ে রেলে চাকুরির প্রতারণা, বাঁকুড়ায় গ্রেফতার ১ Bankura Man arrested alleged job fraud duping people fake railway jobs fake appointment letter fake Identity cards Bankura Job Fraud: ভুয়ো নিয়োগপত্র ও পরিচয়পত্র দিয়ে রেলে চাকুরির প্রতারণা, বাঁকুড়ায় গ্রেফতার ১](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/04/8c828e74baba3fee15559afe1e7092f0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পুর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ১ লক্ষ টাকার বিনিময়ে রেলের চাকরি। দেওয়া হয়েছিল নিয়োগপত্র এবং পরিচয়পত্র। আর তা নিয়ে চাকরিতে যোগ দিতে গিয়ে বোঝা গেল সব জাল।
এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়া শহরের লালবাজার এলাকায়। টাকা দেওয়ার নাম করে অভিযুক্তকে ডেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, বাঁকুড়ার ওন্দা থানা এলাকায় ধুবড়াকোনের যুবক অনন্ত কিশোর চট্টোপাধ্যায় রেলে চাকরির জন্য বাঁকুড়া শহরের ফাঁসিডাঙ্গার বাসিন্দা বিল্টু কর্মকারের সাথে যোগাযোগ করেন।
অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার জন্য ১ লক্ষ্য টাকা লাগবে বলে দাবি করেন এই বিল্টু। ১ লক্ষ টাকার বিনিময়ে রেলের চাকরি পাবেন, এমন সুযোগ হাতছাড়া করতে চাননি অনন্ত।
অভিযোগকারীর দাবি, প্রস্তাবে রাজি হয়ে তিনি বিল্টুকে ১ লক্ষ টাকা দিয়ে দেন। দাবি, টাকা দেওয়ার পরেই রেলে চাকরির জয়েনিং লেটার এবং আই কার্ড দেওয়া হয় অনন্ত কিশোর চট্টোপাধ্যায়কে।
অভিযোগ, সেই নিয়োগপত্র ও আই কার্ড হাতে পেয়ে নিয়োগ করতে এসে দেখেন সব জাল। পরে চাকরির প্রতারণার বিষয়টি বাঁকুড়া শহরের এক আত্মীয়কে জানান অনন্ত কিশোর চট্টোপাধ্যায়।
এরপরেই আরও টাকা দেওয়ার ছক কষে ডেকে পাঠানো হয় অভিযুক্ত বিল্টু কর্মকারকে। এরপরেই রবিবার লালবাজার এলাকায় টাকা নিতে এলে অভিযুক্ত বিল্টুকে আটক করে রাখা হয়।
এরপরেই খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ বিল্টুকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে দাবি, বিল্টুকে জিজ্ঞাসা করে আরও দুজনের নাম মিলেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
টাকা নিয়ে চাকরি দেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত বিল্টু। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে আরও লোক রয়েছে তাঁরাই এই কার্ড এবং নিয়োগপত্র দিয়েছিল বলে দাবি করেন তিনি।
স্থানীয় মানুষের দাবি, এইভাবেই কিছু প্রতারক চাকরি করে দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে টাকা আত্মসাৎ করছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেই মত স্থানীয়দের।
আরও পড়ুন: বন দফতরে চাকরি দেওয়ার নাম করে পাঁচ লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার দুই অভিযুক্ত
আরও পড়ুন: পুলিশে চাকরি করে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, স্বরূপনগর থেকে গ্রেফতার অভিযুক্ত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)