Bankura: বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু ব্যক্তির
সারেঙ্গার দিকে যাওয়ার পথে সারেঙ্গার নতুন ডিহি মোড়ের কাছে রাস্তার উপর থাকা একটি গাছের ডালে ধাক্কা লেগে বাসের ছাদ থেকে পড়ে যান রঞ্জিত কিস্কু। ঘটনার পরই বাসের কর্মীরা ও স্থানীয়রা সারেঙ্গা থানায় খবর দেন
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) সারেঙ্গা ব্লকের নতুন ডিহি এলাকায়। দুর্ঘটনা ঘটার পর হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠেছে বাসকর্মীদের ভূমিকা নিয়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রঞ্জিত কিস্কু। এদিন আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য পশ্চিম মেদিনীপুরের বেনা চাপড়া গ্রামের বাসিন্দা রঞ্জিত কিস্কু ও তাঁর স্ত্রী কল্যানী কিস্কু বাসে চেপে সারেঙ্গার দিকে যাচ্ছিলেন। স্ত্রী কল্য়ানী কিস্কু বাসের ভিতর বসলেও স্বামী রঞ্জিত কিস্কু বাসের ছাদে চাপেন। বাসের ছাদে ওঠা বেআইনি। তাই ওই ব্যক্তি কীভাবে বাসের ছাদে চেপে যাচ্ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। বাস কর্মীরাই বা কীভাবে ওই ব্যক্তিকে বাসের ছাদে ওঠার অনুমতি দিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন - Bankura: চপ ভাজার পর এবার ফুল মিষ্টি নিয়ে বাঁকুড়া পুরসভায় হাজির BJP বিধায়ক, বাড়ছে জল্পনা। Bangla News
সূত্রের খবর, সারেঙ্গার দিকে যাওয়ার পথে সারেঙ্গার নতুন ডিহি মোড়ের কাছে রাস্তার উপর থাকা একটি গাছের ডালে ধাক্কা লেগে বাসের ছাদ থেকে পড়ে যান রঞ্জিত কিস্কু। ঘটনার পরই বাসের কর্মীরা ও স্থানীয়রা সারেঙ্গা থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রঞ্জিত কিস্কুকে উদ্ধার করে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বাসের ছাদে ওঠা বেআইনি। তা জানা সত্বেও কীভাবে ওই ব্যক্তি বাসের ছাদে চেপে যাত্রা করেছিলেন, কীভাবেই বা বাস কর্মীরা তাঁকে ছাদে চাপার অনুমতি দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাস চালক ও কর্মীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষ।
আরও পড়ুন - Bankura Elephants: বাঁকুড়া শহরের কাছে হাতির দলের দাপাদাপি, দলমায় ফেরাতে ঘাম ছুটছে বনকর্মীদের| Bangla News