Bankura TMC Result: বাঁকুড়ায় ৩ ওয়ার্ডে হার কেন? কারণ খুঁজতে তৎপর মমতা ব্রিগেড
TMC Bankura Result Analysis: ভোটে হারের কারণ খুঁজতে শুরু হয়েছে ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা। পরাজিত প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতারা।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) ৩টি ওয়ার্ডে হারের কারণ খুঁজতে তৎপর তৃণমূল (TMC)। ওই ৩টি ওয়ার্ড থেকে জমা পড়ল রিপোর্ট। দলেরই একাংশ নির্দলদের (Independent) সমর্থন করেছে বলে রিপোর্টে উল্লেখ। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের। গোটাটাই নাটক, পাল্টা খোঁচা বিজেপির (BJP)।
ভোটে হারের কারণ খুঁজতে শুরু হয়েছে ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা। পরাজিত প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতারা। লিখে নেওয়া হচ্ছে বাসিন্দাদের অভাব-অভিযোগ। এই ছবি বাঁকুড়া পুরসভার ৩টি ওয়ার্ডের। যেখানে দল থেকে বহিষ্কৃত নির্দল প্রার্থীদের কাছেই হেরেছে তৃণমূল। এবারের পুরভোটে ২৪ ওয়ার্ডের বাঁকুড়া পুরসভায় ২১টিতেই জয়ী হয়েছে ঘাস-ফুল শিবির। তবে নির্দলদের কাছে হার স্বীকার করতে হয়েছে ১, ৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে।
এরপরই হারের কারণ নিয়ে ওয়ার্ডভিত্তিক রিপোর্ট জমা দিতে বলে তৃণমূল জেলা নেতৃত্ব। সূত্রে খবর, ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা দিয়েছে ওই ৩ ওয়ার্ডের দলীয় নেতৃত্ব। বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সিন্টু রজক বলেন, "রিপোর্ট পেয়েছি। আরও তদন্ত করে দেখছি কেন হেরেছি। প্রাথমিক রিপোর্টে এটা উঠে এসেছে যে দলেরই কিছু কর্মী নির্দলকে সমর্থন করেছে। দলীয়ভাবে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন, বিধানসভায় ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচি, ছেঁড়া কাগজের টুকরো পরিষ্কার বিজেপির
যদিও, তৃণমূলের সাহায্যের দাবি খারিজ করে দিয়েছেন জয়ী নির্দল প্রার্থী। এনিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। বাঁকুড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত তৃণমূল নেতা ও জয়ী নির্দল প্রার্থী দিলীপ আগরওয়াল বলেন, "মানুষ আমাকে ভোট দিয়েছে। তৃণমূলের কেউ সমর্থন করেনি। হেরে গিয়ে এখন তদন্ত করে দেখছে তৃণমূল। বাঁকুড়ার বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক উজ্জ্বল মণ্ডল বলেন, "গোটাটাই নাটক। তৃণমূলের এক গোষ্ঠী নির্দলকে সমর্থক করেছে। মানুষ সব দেখছে। আগামী ভোটে মানুষ এর জবাব দেবে।"
হেরে যাওয়া ওয়ার্ড থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে কী ব্যবস্থা নেবে রাজ্যের শাসক দল? কার উপরে পড়বে শাস্তির কোপ? উত্তর মিলবে ভবিষ্যতে।