Bankura News: ৭৫ টি স্কুলের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা আটকে রাখার অভিযোগ, কাঠগড়ায় বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশন
সিবিআই স্কান্যারে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী, এবার স্কুলের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা স্কুলকে না দেওয়ার অভিযোগ শিক্ষকদের একাংশের কাঠগড়ায় বাঁকুড়া জেলা সমগ্র শিক্ষা মিশন বিভাগ
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: নিয়ম ভেঙে ৭৫ টি স্কুলের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা আটকে রাখার অভিযোগ। শিক্ষকদের একাংশের কাঠগড়ায় বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশন। এই ঘটনাতেও কাটমানি ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মন্তব্যে নারাজ বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশন কর্তৃপক্ষ।
কাঠগড়ায় বাঁকুড়া জেলা সমগ্র শিক্ষা মিশন বিভাগ: স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। সিবিআই স্কান্যারে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী, তার মধ্যেই এবার স্কুলের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা স্কুলকে না দেওয়ার অভিযোগ। শিক্ষকদের একাংশের কাঠগড়ায় বাঁকুড়া জেলা সমগ্র শিক্ষা মিশন বিভাগ। ৭৫টি স্কুলের জন্য বরাদ্দ টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জোড়দা হাই স্কুলের প্রধান শিক্ষক চঞ্চল নাথ বলেন, “অন্যান্য জেলাতে কাজ হয়েছে স্কুল এন্ডে। বাঁকুড়ায় সমগ্র শিক্ষা মিশন ভাবছে কেন্দ্রীয় ভাবে টেন্ডার করাবে। আমাদের এখানেই আপত্তি।’’ বাঁকুড়া শিক্ষা দফতর সূত্রে খবর, জেলার ৭৫টি স্কুলকে চিহ্নিত করে সেগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য ৪ কোটি ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করেছে রাজ্য সমগ্র শিক্ষা মিশন। প্রতিটি স্কুলকে ভবন মেরামত, গেট তৈরি সহ নানা সংস্কারমূলক কাজে ওই টাকা খরচ করতে বলা হয়েছে।
জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, সংস্কারের জন্য বরাদ্দ টাকা সংশ্লিষ্ট স্কুলগুলির নিজস্ব ব্যাঙ্ক আকাউন্টে জমা করতে বলা হয়েছে। নিয়ম অনুয়ায়ী, ব্লক প্রশাসন ও জেলা সমগ্র শিক্ষা মিশনের তত্ত্বাবধানে ওই টাকা খরচ করে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেবে স্কুলগুলি। কিন্তু অভিযোগ, বিজ্ঞপ্তিতে ২০২১-২২ অর্থবর্ষে কাজ শেষ করার কথা বলা হলেও, এখনও ৭৫টি স্কুলকে টাকাই দেয়নি জেলা সমগ্র শিক্ষা মিশন। বাঁকুড়া হিন্দু হাইস্কুলের প্রধান শিক্ষক উদয়ভানু মিত্র বলেন, “কী কারণে টাকা দিচ্ছে না বুঝতে পারছি না। আমাদের স্কুলের সমস্যা বুঝে আমরাই তো ভাল করে কাজ করাতে পারব। তা না করে কেন্দ্রীয় ভাবে টেন্ডার করালে টাকার মুখ দেখতে পাবে না স্কুলগুলো।’’
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির বাঁকুড়া জেলার সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, “কেন্দ্রীয় ভাবে টেন্ডার করালে কাটমানি খেতে সুবিধা। প্রশাসনের একাংশ কাটমানি খাবে।’’ বাঁকুড়া জেলা পরিষদ সভাধিপতি তথা তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, “বরাদ্দ টাকা স্কুলগুলিকে না দিয়ে কেন আটকে রাখা হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিকে কোনও ভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।’’ অভিযোগের প্রেক্ষিতে বাঁকুড়া জেলা সমগ্র শিক্ষা মিশনের দায়িত্বে থাকা আধিকারিককে ফোন করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন: Jalpaiguri News: সাংসারিক অশান্তিতে খুনোখুনি! বাবার মারে মেয়ের মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য ধূপগুড়িতে