![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bankura News: ধর্নামঞ্চেই TMC-র গোষ্ঠী সংঘর্ষ, কাঠগড়ায় জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠরা
Bankura TMC Clash: বাঁকুড়ার খাতড়ায় তৃণমূলের ধর্না কর্মসূচীকে কেন্দ্র করে তুলকালাম, বেধড়ক মারধর, আহত তিন, অভিযোগের তীর কার দিকে ?
![Bankura News: ধর্নামঞ্চেই TMC-র গোষ্ঠী সংঘর্ষ, কাঠগড়ায় জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠরা Bankura News: Allegations of TMC inner clash on dharna mancha stage have been leveled against Jyotsna Mandi s close Bankura News: ধর্নামঞ্চেই TMC-র গোষ্ঠী সংঘর্ষ, কাঠগড়ায় জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/06/f0eb4fd17556fc5bd7e8f5e6f5353f451691342791531484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ণেন্দু সিংহ,বাঁকুড়া: কেন্দ্রীয় সরকারের (BJP Government) বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দুই গোষ্ঠীর সংঘর্ষস্থল হিসাবে চেহারা নিল তৃণমূলের ধর্নামঞ্চ (TMC)। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হল ধর্না মঞ্চে অংশ নেওয়া দলেরই ব্লক সভাপতি সহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে। আজ বিকেলে ঘটনাটি ঘটে বাঁকুড়ার খাতড়ায়। ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি-সহ আহত হয়েছেন তিনজন। অভিযোগের তীর রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ঘনিষ্ঠদের বিরুদ্ধে।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ
রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে, আজ সারা রাজ্যের পাশাপশি খাতড়া ব্লকেও ধর্না কর্মসূচীর ডাক দেয় তৃণমূল। খাতড়ার করালী মোড়ে রীতিমত মঞ্চ বেঁধে বেলা বারোটা নাগাদ শুরু হয় ধর্না। অভিযোগ বেলা আড়াইটার আশপাশে জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠ কিছু তৃণমূল কর্মী আচমকাই ধর্না মঞ্চে চড়াও হয়। আক্রান্ত হতে পারেন বুঝতে পেরেই মঞ্চ ছেড়ে পাশের গলি দিয়ে ছুটে পালানোর চেষ্টা করেন তৃণমূলের খাতড়া ব্লকের সভাপতি সুব্রত মহাপাত্র।
'সুব্রত মহাপাত্রকে রাস্তায় ফেলে মারধর'
অভিযোগ, সেই অবস্থায় হামলাকারীরা ব্লক সভাপতিকে তাড়া করে গলির ভেতরে ঢুকে সুব্রত মহাপাত্রকে রাস্তায় ফেলে মারধর করতে শুরু করে। আক্রান্ত হন সুব্রত মহাপাত্র ঘনিষ্ঠ আরও দুজন। পরে ব্লক সভাপতি সহ আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্লক সভাপতির দাবী সম্প্রতি খাতড়া ব্লকের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা নিয়েই মন্ত্রী ঘনিষ্ঠদের সাথে তাঁর দ্বন্দ্বের সূত্রপাত। তার জেরেই তাঁর উপর হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন, বাবুল সুপ্রিয় আসতেই 'গো-ব্যাক' স্লোগান, TMC কর্মীদের ছবি তুলে 'সাসপেন্ডের' হুমকি বিধায়কের
অভিযোগের তীর প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ঘনিষ্ঠদের বিরুদ্ধে
গোটা ঘটনা নিয়ে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেছেন, 'যারা করেছে তাঁরা অন্য়ায় করেছে। বিষয়টা খতিয়ে দেখছি।' যদিও তাঁর ঘনিষ্ঠদের কোনও বক্তব্য মেলেনি। প্রসঙ্গত, হাইকোর্টে অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের পর আজ বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল। দিন বদল করে ৫ অগাস্টের পরিবর্তে আজ ব্লকে ব্লকে কর্মসূচি করে শাসকদল। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ব্লকে ব্লকে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি জোড়াফুল শিবিরের। বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অবস্থান-বিক্ষোভ। কলকাতা থেকে জেলা, অবস্থান-বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। তবে একই দিনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলার ধর্নামঞ্চেই উলটপুরাণ বাঁকুড়া জেলায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)