Bankura : বাঁকুড়ায় ফের দলবদল, পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে তৃণমূলে যোগদান বিজেপি ও নির্দলের ২ জয়ী প্রার্থীর
Panchayat Election : পঞ্চায়েত ভোটের পরেও চলছে দলবদল। বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করছেন জয়ী প্রার্থীরা
পূর্ণেন্দু সিংহ, ছাতনা (বাঁকুড়া) : পঞ্চায়েত ভোটপর্ব (Panchayat Election) মেটার পর থেকে দলবদলের ধারা অব্যাহত। বোর্ড গঠনের আগেও জারি রয়েছে। পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে ফের দলবদল হল বাঁকুড়ায় (Bankura)। ছাতনায় তৃণমূলে (TMC) যোগ দিলেন বিজেপি ও নির্দলের দুই জয়ী প্রার্থী। দলবদলে তৃণমূল আরও শক্তিশালী হচ্ছে বলে দাবি শাসকদলের। যদিও চাপ দিয়ে, ভয় দেখিয়ে যোগদান করিয়ে পঞ্চায়েত বিরোধীশূন্য করতে চাইছে শাসকদল, বলে পাল্টা দাবি করেছে বিজেপি।
পঞ্চায়েত ভোটের পরেও চলছে দলবদল। বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করছেন জয়ী প্রার্থীরা। পঞ্চায়েত বোর্ড গঠনের আগে ফের একই ছবি দেখা গেল বাঁকুড়ার ছাতনায়। শনিবার তৃণমূলে যোগ দেন শালডিহা গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজেপি প্রার্থী গণেশচন্দ্র খাঁ। একইসঙ্গে শাসকদলে নাম লেখান ওই পঞ্চায়েতেরই জয়ী নির্দল প্রার্থী সৌরভ দে।
শালডিহা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৪। তৃণমূল একাই পেয়েছে ৯টি আসন। বিজেপি ৪ ও নির্দল একটি আসনে জেতে। তৃণমূলে এসেই পুরনো দলের সাংসদ-বিধায়কের সমালোচনায় সরব হয়েছেন বিজেপির টিকিটে জয়ী ওই প্রার্থী। তৃণমূলে যোগদানকারী গণেশচন্দ্র খাঁ বলেন, "তৃণমূল কংগ্রেস ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বিজেপির সংগঠন কোথায় ? আমাদের যে এমএলএ-এমপি, কই তাঁকে তো সংগঠনে দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে রক্ষা করতেই আমার এই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া।"
পঞ্চায়েতের পুরোপুরি দখল নিতেই তৃণমূল জোর করে দলবদল করাচ্ছে বলে দাবি করেছে বিজেপি। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, "প্রত্যেকের কাছে বিভিন্ন ধরনের চাপ আসছে। পুলিশ-প্রশাসনিকভাবে। কিছু জায়গায় প্রতিহত করা হচ্ছে, কিছু জায়গায় করা যাচ্ছে না। সেটা এখনও খবর আমাদের কাছে আসেনি। দেখব।"
বিজেপির দাবি উড়িয়ে দিয়েছে শাসকদল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি শুভাশিস বটব্যাল বলেন, "একজন এসেছেন বিজেপি থেকে। বনগ্রামের। ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের। উন্নয়নের কাজে যুক্ত হতে আমাদের দলে যোগদান করলেন। ওই অঞ্চলেরই আর একজন নির্দল প্রার্থী হিসাবে জয়লাভ করেছিলেন। উন্নয়ন করতে গেলে পঞ্চায়েত দখল করার দরকার আছে। সেইজন্যই তিনি যোগদান করেছেন।"
শুক্রবার বাঁকুড়া ১ নম্বর ব্লক ও রাইপুর ব্লকেও তৃণমূলে নাম লেখান সিপিএম ও নির্দলের দুই জয়ী প্রার্থী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন