Durga Puja 2024: শহরের মণ্ডপে বাঁকুড়ার শিল্পীর ছোঁয়া, কলকাতায় পাড়ি দিল টেরাকোটার দুর্গাপ্রতিমা
Bankura News: দীর্ঘ একমাস ধরে পরিশ্রমের ফল। প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে সময়ের মধ্য়ে কাজ শেষ করলেন শিল্পীরা।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার টেরাকোটা গ্রাম থেকে কলকাতায় পাড়ি দিল টেরাকোটার দুর্গাপ্রতিমা। আট ফুট উচ্চতার এই দুর্গাপ্রতিমার। অতীতে একাধিক শিল্পীর হাতে তৈরি টেরাকোটার দুর্গা প্রতিমা কলকাতায় পাড়ি দিয়েছে। তবে দীর্ঘ বেশ কয়েক বছর কলকাতার কোনও পুজো কমিটির থেকে প্রতিমা গড়ার বরাত পায়নি শিল্পীরা। যদিও সজ্জার জন্য টেরাকোটার জিনিসপত্র রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছিল। এই বছরে ফের টেরাকোটা গ্রামে বরাত আসাতে খুশি শিল্পীরা।
কলকাতায় পাড়ি দিল টেরাকোটার দুর্গাপ্রতিমা: দীর্ঘ একমাস ধরে পরিশ্রমের ফল। প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে সময়ের মধ্য়ে কাজ শেষ করলেন শিল্পীরা। একেবারে মাটি গুলে একধরনের মাটির রং দিয়ে এবং আগুনে পুড়িয়ে তৈরি করা হয় এই প্রতিমা। যদিও কলকাতার কোন মণ্ডপে স্থান পাবে এই দুর্গা প্রতিমা তা জানেন না শিল্পীরা। তবে কলকাতার কোনও পুজো মণ্ডপে স্থান পাবে তা বরাত পাওয়া এজেন্সির সঙ্গে কথা বলে নিশ্চিত মৃৎশিল্পী ব্রজনাথ কুম্ভকার।
শিল্পী ব্রজনাথ কুম্ভকার জানান, "কয়েকমাস আগে কলকাতা থেকে বেশ কয়েকজন আর্টিস্ট এসেছিলেন পাঁচমুড়ার টেরাকোটা গ্রামে। পরে তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের কাছ থেকে আট ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরির বরাত পাই।'' বরাত পেয়েই শিল্পী সহ আরও দুজন সহ শিল্পীকে নিয়ে কাজ শুরু করে। এই বড় পুজোর বরাত পেয়ে খুশই তাঁরা। বলছেন, "প্রত্যেক দুর্গাপুজোর আগে এই ধরনের বড় কাজ করার জন্য আমরা অপেক্ষায় থাকি।'' বজ্রনাথ কুম্ভকার জানান, "এতে শিল্পীর শিল্পকলা বা গুণ যেমন একদিকে তুলে ধরতে সক্ষম হয়। ঠিক তেমনি পুজোর আগে আর্থিকভাবে লাভবান হয় শিল্পীরা।'' অন্যদিকে আরেক সহ শিল্পী ভরত কুম্ভকার জানান, এর আগে দুর্গা প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত থাকলেও এত বড় দুর্গা প্রতিমার কাজে যুক্ত তিনি প্রথম হলেন। প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন বাধাকে কাটিয়ে প্রতিমা তৈরি করতে পেরে তাঁরা খুশি। ভবিষ্যতে এই ধরনের কাজ আরও করতে চাই বলে জানান সহ শিল্পী ভরত কুম্ভকার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।