![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Malda Nurse Threat:'আরজি কর বানিয়ে রেখে দেব,' সরকারি হাসপাতালের নার্সকে হুমকির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
West Bengal News: আর জি কর-কাণ্ডের আবহেই এবার মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত নার্সকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল।
![Malda Nurse Threat:'আরজি কর বানিয়ে রেখে দেব,' সরকারি হাসপাতালের নার্সকে হুমকির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত Malda News Chanchal Super Specialty Hospital Alleged threat to nurse Malda Nurse Threat:'আরজি কর বানিয়ে রেখে দেব,' সরকারি হাসপাতালের নার্সকে হুমকির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/22/1550b3678c1575a410a935bf53d12454172701313999251_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মালদা: আর জি কর-কাণ্ডের (RG Kar Case) তোলপাড়ের মধ্যেই মালদার চাঁচলে সরকারি হাসপাতালের নার্সকে হুমকির অভিযোগ উঠল রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। প্রতিবাদ করায় চাকরি খেয়ে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অভিযোগ মেলায়, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নার্সকে হুমকির অভিযোগ: আর জি কর-কাণ্ডের আবহেই এবার মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত নার্সকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। হাসপাতাল সূত্রে খবর, রক্তাল্পতার সমস্যা নিয়ে শনিবার দুপুরে ভর্তি হন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা। অভিযোগ, রাতে রোগীকে দেখতে এসে নার্সিং স্টেশন থেকে বারবার চেয়ার নিয়ে যাচ্ছিলেন রোগীর আত্মীয় আরিফ আলি। নার্সিং ব্রাদার বাধা দিলে অকথ্য গালিগালাজ ও চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেন। অভিযোগকারি বলেন, "আমার স্টাফকে বলে যে, নিজে পারলি না বলে চুড়িদার পরা মহিলাকে ডেকে আনতে হল। তাহলে তুই নিজেও চুড়িদার পরে বসে থাক। বলা হয়েছে যে, তোদের লজ্জা করে না যে, আর জি করে এরকম একটা ঘটনা ঘটেছে, যখন আর জি কর বানিয়ে রেখে দেব, তখন তোরা বুঝতে পারবি।''
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই নার্স। অভিযোগকারী নার্স বলছেন, "আমাদের অনেক দূরে বাড়ি। চাকরি সূত্রে এখানে পোস্টিং, আমরা লোকাল নই। এরকম একটা ব্যাপার যদি অন-ডিউটিতে ঘটে তাহলে তো স্বাভাবিক বাড়ি ফিরতে সবারই ভয় লাগবে।'' আর জি কর-কাণ্ডের পর নিরাপত্তার দাবিতে কর্মবিরতি থেকে শুরু করে স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু অবস্থার যে পরিবর্তন হয়নি, চাঁচলের ঘটনা তার প্রমাণ। এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার মহম্মদ শামিম বলেন, "রাজ্যে এরকম একটা পরিস্থিতি চলছে, সেখানে সেই ঘটনার নাম করে হুমকি বা থ্রেট দেওয়া অভিযোগ অনুযায়ী, সেটাতে তাঁরা খুব ভীত-সন্ত্রস্ত। বাড়ি যেতেও ভয় পাচ্ছেন''
সম্প্রতি কলকাতার অ্যাপোলো হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে আর জি কর-কাণ্ডের মতো পরিণতি হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রোগিণীর আত্মীয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার আগে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক ও নার্সকে নিগ্রহ, গালিগালাজ, খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। এবার সেই তালিকায় জুড়ল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের নাম।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: IMA Meeting Chaos: আর জি কর কাণ্ডের জের, IMA-র বৈঠক থেকে বের করা হল ৩ চিকিৎসককে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)