Bankura News : হাতির তাণ্ডব থেকে বাঁচাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি করে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল বনদফতর
Higher Secondary : হাতি উপদ্রুত বাঁকুড়ার জঙ্গল লাগোয়া বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রকে বিপদ প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সে সব পরীক্ষাকেন্দ্রে গাড়ি করে পরীক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে বন দফতর।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : এলাকাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে হাতি। গুনে গুনে প্রায় ৫৩ টা হাতি ঘুরে বেড়াচ্ছে বাঁকুড়া উত্তর বন বিভাগে। আর সেই ভয়ের তটস্থ এলাকার মানুষ। কারণ গত মাসে ৪৮ ঘণ্টার মধ্যে ২ জনের প্রাণ গিয়েছিল এই হাতির হানায়। জঙ্গল লাগোয়া রাস্তা দিয়ে যেতে তাই কিছুটা ভয়ই পাচ্ছেন এলাকার মানুষ। শুক্রবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর তাই পরীক্ষার্থীদের যাতে বাড়তি কোনও ভয় নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে না হয়, তার ব্যবস্থা নিয়েছে বন দফতর।
শুক্রবার সকালে জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে যাঁরা পরীক্ষা দিতে গেলেন, তাঁদের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল বন দফতর। হাতি উপদ্রুত বাঁকুড়ার জঙ্গল লাগোয়া বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রকে বিপদ প্রবণ হিসাবে চিহ্নিত করেছে বন দফতর। বড়জোড়া হাইস্কুল, বেলিয়াতোড় হাইস্কুল ও গদারডিহি হাইস্কুল সহ ১৪ টি পরীক্ষাকেন্দ্রে জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে প্রায় ১২০ পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জঙ্গলের রাস্তাগুলিতে যথেষ্ট সংখ্যক হুলা পার্টিও মোতায়েন করা হয়েছে।
পরীক্ষার্থীদের যাতায়াত করানোর জন্য বনদফতর ও জেলা প্রশাসনের তরফ থেকে মোট ৩০ টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে পারে তার জন্য ইলেকট্রিক ফেন্সিং রয়েছে এমন রুটকেই চিহ্নিত করা হয়েছে। শুধুমাত্র সেই রুট ধরেই পরীক্ষার্থীদের নিয়ে গাড়িগুলির যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে।
বাঁকুড়ার পাবোয়া, ডাকাইসিনি, কালপাইনি সহ জঙ্গলঘেরা বিভিন্ন গ্রামে সারা বছর হাতির দলের তাণ্ডব লেগেই থাকে। হাতির হানায় ফসলের ক্ষতি, বাড়িঘর ভাঙা এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার আগে বন দফতরের এমন উদ্যোগে অনেকটাই স্বস্তিতে পরীক্ষার্থীরা। অনেক নিশ্চিন্ত মনে তারা এবার পরীক্ষায় বসা এবং পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন বলেই দাবি করেছেন পরীক্ষার্থীর সহ অভিভাবকরা।
আজ অর্থাৎ শুক্রবার শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক। পরীক্ষা চলবে ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৬৩ হাজার। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, পরীক্ষা চলবে সকাল ৯টা ৪৫ থেকে - দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে মোট ২ হাজার ৩৪১টি কেন্দ্রে। রাজ্যে স্পর্শকাতার কেন্দ্রের সংখ্যা ১৭৬ টি। অন্যান্য বারের মতো এবারও পরীক্ষাকেন্দ্রে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। বেশ কিছু কেন্দ্রে থাকছে ঐচ্ছিক মেটাল ডিটেক্টর (ইনভিজিলেটর চাইলে এই মেটাল ডিটেক্টর ব্যবহার করতে পারেন)। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। সব পরীক্ষা কেন্দ্রের প্রধান প্রবেশ পথ ও ভেনু সুপারভাইজারের ঘরে CCTV থাকবে। ১ মাস পর্যন্ত স্টোর করা থাকবে সব CCTV ফুটেজ।
আরও পড়ুন :
পরীক্ষাকেন্দ্র থেকে হলে নিষিদ্ধ কী কী?