Bankura News: তৃণমূলের জনগর্জন সভায় গিয়ে নিখোঁজ এক, দুশ্চিন্তায় বিষ্ণুপুরের পরিবার
West Bengal News: ব্রিগেডে তৃণমূলের জনগর্জন কর্মসূচিতে যাওয়ার জন্য গত ৯ মার্চ বন্ধুদের সঙ্গে রওনা দিয়েছিলেন।
তুহিন অধিকারী, বিষ্ণুপুর: ব্রিগেডে তৃণমূলের (TMC) জনগর্জন সভায় গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। পরিবারের দাবি, ১০ মার্চ দুপুরে শেষ কথা হয়েছে। বিষ্ণুপুর থানায় (Bishnupur Police Station) নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। ঘটনার তদন্তে পুলিশ।
জনগর্জন সভায় গিয়ে নিখোঁজ: বিষ্ণুপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জের বাসিন্দা বাপি লোহার। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন কর্মসূচিতে যাওয়ার জন্য গত ৯ মার্চ বন্ধুদের সঙ্গে রওনা দিয়েছিলেন। পরের দিন অর্থাৎ ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভাতে তিনি যান বলে পরিবারের দাবি। পরিবার সূত্রে খবর, গত রবিবার দুপুরে শেষ কথা হয় ফোনে। জানিয়েছিলেন রাতের মধ্যেই ফিরবেন বাড়ি। সন্ধেয় ফের তাঁকে ফোন ধরেন বাপির এক বন্ধু। তিনি জানান, হাওড়া স্টেশনে বাপি অসুস্থ বোধ করায় জল আনতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাপি সেখানে নেই। অনেক খোঁজার পরে তাঁর দেখা মেলেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বাপি লোহারের স্ত্রী ঝর্না লোহার বলেন, “১০মার্চ দুপুর সাড়ে তিনটেয় নাগাদ শেষ কথা হয়েছে। রাতের মধ্যেই ঘরে ফিরবে বলেছিল। সন্ধেবেলা ফোন করলে এক বন্ধু ফোন ধরে জানান, হাওড়া থেকে ট্রেনে ওঠাক আগে বাপি লোহার অসুস্থ থাকার জন্য তাঁকে প্ল্যাটফর্মে রেখে জল আনতে গিয়েছিলেন তাঁরা। এসে আর খুঁজে পাননি তাঁরা। দীর্ঘক্ষণ খোঁজার পর না পেয়ে তাঁরা বাড়ি ফিরে আসে।’’ পরিবারের সদস্যরা স্থানীয় কাউন্সিলরের কাছে বিষয়টি জানান। ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি করা হয়েছে বিষ্ণুপুর থানাতেও। কিন্তু চার দিন পেরিয়ে গেলেও এখনও মেলেনি খোঁজ।
এদিকে হুগলির পোলবায় গতকাল কিশোরের গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, সোমবার চাউমিন আনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের দিল্লি রোডের পাশে মামার বাড়িতে মায়ের সঙ্গে থাকত সে। বাড়ির বিপরীতে কলকাতামুখী দিল্লি রোড। তার পাশে গ্যাস পাইপ লাইনের কাজ করছেন শ্রমিকরা। শ্রমিকরা টিনের ঘিরে ঘর বানিয়ে বসবাস করছিলেন। জানা গিয়েছে, মৃত ওই কিশোর শ্রমিকদের ফাইফরমাস খাটত। সোমবার সন্ধেয় তাকে চাউমিন ও এগরোল আনতে দেন শ্রমিকরা। তারপর আর তার খোঁজ মেলেনি। এরপর গতকাল তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের গলায় কাটা চিহ্ন আছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: CPM: কেন বামেদের পাশ থেকে সরে যাচ্ছে মানুষ? 'আমরাই ধরে রাখতে পারিনি' আক্ষেপ সূর্যকান্তর