Bankura: ওন্দায় জুয়ার আসরে পুলিশি হানা, গ্রেফতার ২১, উদ্ধার লক্ষাধিক টাকা
Bankura News: বাঁকুড়ার ওন্দা এলাকায় দীর্ঘদিন ধরেই জুয়ার খবর কানে আসছিল পুলিশের। রবিবার রাতেই তাই গোপন সূত্রে খবর পেয়ে বেরিয়ে পড়ে ওন্দা থানার পুলিশ।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: জুয়ার (Gambling) ঠেকে পুলিশের অভিযান। গ্রেফতার (Arrest) ২১ জন জুয়ারি। সেই সঙ্গে উদ্ধার লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) ওন্দায়। জানা গিয়েছে যে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৫৬৭ টাকা। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত কি না তা দেখছে পুলিশ।
ঠিক কী হয়েছিল?
বাঁকুড়ার ওন্দা এলাকায় দীর্ঘদিন ধরেই জুয়ার খবর কানে আসছিল পুলিশের। রবিবার রাতেই তাই গোপন সূত্রে খবর পেয়ে বেরিয়ে পড়ে ওন্দা থানার পুলিশ। এরপরই রামসাগরের এন্টনিবাগান এলাকায় একটি জুয়ার ঠেকে হানা দেয় তাঁরা। সেখান থেকেই ২১ জন জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়ে ২ লক্ষ ২৬ হাজার ৫৬৭ টাকা। পুলিশ সূত্রে খবর, সেখানে জুয়ার আসর চলছিল প্রতিনিয়ত।
ধৃতদের সোমবার তোলা হবে বাঁকুড়া জেলা আদালতে। পুলিশ সুত্রে জানা গেছে নিয়মিত ভাবে গোপনে ওই এলাকায় বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে জুয়ার আসর বসাত। চলত আসর। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওন্দা পুলিশ অভিযান চালায় এবং সফল হয়। আর কোথাও জুয়ার ঠেক রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
হরিনাম সংকীর্তনের আসরেই কিনা জুয়ার ঠেক!
কিছুদিন আগে এবিপি আনন্দের মাধ্যমেই একটি খবর প্রকাশ্যে এসেছিল। সেখানে হরিনাম সংকীর্তনের আসরেই জুয়ার ঠেকের খবর উঠে আসছিল। আর তা থেকে ব্যাপক ঝামেলা বেঁধেছিল! এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনায় গড়বেতায় গ্রেফতার হয়েছিলেন এক তৃণমূল নেতা এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী সহ তিন জন। স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছিল যে রাতে সাঁইনাড়া গ্রামে হরিনাম সংকীর্তনের আসর বসে। সেই উপলক্ষে বসে জুয়ার ঠেক। জুয়া খেলা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন হরিপদ হাজারি নামে স্থানীয় এক ব্যক্তি।
আরও পড়ুন: প্রশাসনের তৎপরতায় শিকলমুক্ত মানসিক ভারসাম্যহীন যুবক, চিকিৎসা শুরু মালদা মেডিকেলে