Bankura: টাকা তুলতে গিয়ে চোখ কপালে গ্রাহকের, তছরুপের অভিযোগে গ্রেফতার পোস্ট মাস্টার
Bankura News: তছরুপের অভিযোগে বাঁকুড়ার ইন্দাস থেকে পোস্ট মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ।
তুহিন অধিকারী, বাঁকুড়া: ফের পোস্ট অফিসে (Post Office) আর্থিক তছরুপের অভিযোগ। এবার তছরুপের অভিযোগে বাঁকুড়ার (Bankura) ইন্দাস থেকে পোস্ট মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে পাত্রসায়র ব্লকের হাটকৃষ্ণনগরে এমন ঘটনার কথা সামনে এসেছিল। এ বার ইন্দাস ব্লকের ঘটনা। এক পোস্টমাস্টারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছিল কয়েকদিন আগেই।
কী অভিযোগ:
গ্রাহকদের একাংশের অভিযোগ, অভিযুক্ত পোস্টমাস্টার টাকা জমা নিতেন, কিন্তু সেই টাকা অ্যাকাউন্টে জমা পড়ত না। অভিযুক্ত গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে নিতেন, তারপর পাস বুকে লিখে স্ট্যাম্প দিয়ে দিতেন। কিন্তু, সেই টাকা হেড পোস্ট অফিসে জমা পড়ত না। এই সময়েই এক গ্রাহক ইন্দাসে হেড পোস্ট অফিসে টাকা তুলতে যান। কিন্তু অ্য়াকাউন্ট দেখে তার চোখ কপালে উঠেছে, তাঁর অভিযোগ, তিনি দেখেন তাঁর অ্যাকাউন্টে কোনও টাকা নেই। একই রকম ঘটনা ঘটে আরও কিছু গ্রাহকের সঙ্গে। তাঁরা সকলেই পাসবুক আপডেট করাতে গিয়েছিলেন। তখনই এই ঘটনা তাঁদের নজরে আসে। তারপরেই শুরু হয় প্রবল চাঞ্চল্য। এই ঘটনা মাস খানেক আগেকার। ঘটনার কথা জানাজানি হতেই বাঁকুড়া জেলা পোস্ট অফিসের পক্ষ থেকে ওই পোস্টমাস্টারকে অপসারণ করা হয়েছিল। বাঁকুড়া হেড পোস্ট অফিসের পক্ষ থেকে ইন্দাস থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল ওই অভিযুক্ত পোস্টমাস্টারের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে ইন্দাস থানার পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছিল। অবশেষে ইন্দাস থানার দীঘল গ্রামের বাড়ি থেকে অভিযোগের এক মাস পর পোস্টমাস্টারকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। বুধবার তাঁকে বিষ্ণুপুর আদালতে তোলা হয়।
গ্রাহকদের দাবি:
অভিযুক্ত পোস্টমাস্টার গ্রেফতার হওয়ায় খুশি পোস্ট অফিসের (Post Office) প্রতারিত গ্রাহকরা। তাঁদের দাবি অভিযুক্ত পোস্টমাস্টারের উপযুক্ত শাস্তি হোক। খোয়া যাওয়া টাকাও দ্রুত ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: 'ভুল করলে অ্যাকশন হবে, দোষ প্রমাণিত হলে শাস্তি' ইডির হানা প্রসঙ্গে মন্তব্য মমতার