Bankura News: ২ মাস মেলেনি রেশন ! বন্ধ দুয়ারে রেশন প্রকল্প, অবরোধ-বিক্ষোভ বাঁকুড়ায়
Bankura Ration Agitation: দুমাস ধরে রেশন মিলছে না, বন্ধ দুয়ারে রেশন প্রকল্প। রেশন ডিলারের খামখেয়ালিপনার প্রতিবাদে খাতড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ রেশন গ্রাহকদের
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দীর্ঘ ২ মাস ধরে এলাকার অধিকাংশ রেশন গ্রাহক রেশন পাচ্ছেন না। চালু হয়নি দুয়ারে রেশন প্রকল্পও। আজ ফের রেশন দোকানে গিয়ে রেশন না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। পথ অবরোধ করে চলল বিক্ষোভ। ঘটনা বাঁকুড়ার খাতড়ার দাসের মোড়ের।
২ মাস মেলেনি রেশন
বাঁকুড়ার খাতড়া দাসের মোড় এলাকায় কল্যানী মহাপাত্রর রেশন দোকান থেকে খাতড়ার মুসলিম পাড়া সহ বিস্তীর্ণ এলাকার গ্রাহকদের রেশন দ্রব্য বণ্টন করা হয়। সারা রাজ্যেই দুয়ারে রেশন প্রকল্প শুরু হলেও খাতড়ার দাসের মোড়ের রেশন ডিলার কল্যানী মহাপাত্রর খামখেয়ালিপনায় তা শুরুই হয়নি। রেশন দোকানে গিয়েও রেশন পাচ্ছেন না স্থানীয় রেশন গ্রাহকরা।
রেশন গ্রাহকদের কী অভিযোগ ?
স্থানীয় রেশন গ্রাহকদের অভিযোগ গত দু মাস ধরে অধিকাংশ গ্রাহককে রেশন না দিয়ে তা আত্মসাৎ করেছেন ওই রেশন ডিলার। আজ দুপুরেও রেশন পাবার আশায় বহু মানুষ ভিড় জমিয়েছিলেন ওই রেশন দোকানের সামনে। দীর্ঘক্ষণ পরে রেশন দোকান খুলে হাতে গোনা দু তিন বস্তা চাল নামিয়ে রেশন ডিলার ঘোষণা করেন ওই কয়েকবস্তা চাল যতজনকে দেওয়া যায় তিনি দেবেন। লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্যদের ফিরতে হবে খালি হাতেই। রেশন ডিলারের এই ঘোষণার পরেই ক্ষোভে ফুঁসতে থাকেন রেশন গ্রাহকরা।
অবরোধ-বিক্ষোভ বাঁকুড়ায়
রেশন দোকান থেকে চালের বস্তা সিমলাপাল খাতড়া রাস্তায় নামিয়ে পথ অবরোধে সামিল হন এলাকার রেশন গ্রাহকরা। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর খাতড়া থানার পুলিশ অবরোধস্থলে হাজির হয়। অভিযুক্ত রেশন ডিলারকে পাওয়া যায়নি। তাঁর পুত্রবধূ গ্রাহকদের দুমাস রেশন না দেওয়ার কথা কার্যত স্বীকার করে নেন। তাঁর বক্তব্য পরিকাঠামোর অভাবের কারনেই এই সমস্যা হয়েছে। তবে তাঁর আস্বাস খুব দ্রুত প্রতিটি গ্রাহককে দুমাসের বকেয়া রেশন সামগ্রী দিয়ে দেওয়া হবে। বিভিন্ন অসুবিধার কারনে এতদিন বন্ধ থাকা দুয়ারে রেশনও শীঘ্রই চালু করার আশ্বাস দিয়েছেন ওই রেশন ডিলার।
প্রসঙ্গত, রাজ্যে রেশন উপভোক্তাদের বিভিন্ন রকমের রেশন কার্ড রয়েছে। এক একটি কার্ডে সরকারের তরফে এক এক রকমের সুবিধা পাওয়া যায়। প্রতিটি রেশন কার্ডের ক্ষেত্রে খাদ্যশস্যের পরিমাণেরও বিস্তর ফারাক রয়েছে।
কী কী রেশন কার্ড ?
অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY)
বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH)
অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (PHH)
RKSY1 রেশনকার্ড
RKSY2 রেশনকার্ড
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?
সাধারণত আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে রেশন কার্ড আলাদা আলাদা দেওয়া হয়ে থাকে। এক একটি রেশন কার্ডে এক একরকম পরিমাণে রেশনসামগ্রী মেলে। এবার সবসময় একইরকম পরিমাণে খাদ্যশস্য পাওয়া যায় না। সম্প্রতি পশ্চিমবঙ্গের খাদ্য দফতর (Department of Food and Supplies, Government of WB) একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি ট্যুইটও করেছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে কোন রেশন কার্ডে কতটা পরিমাণ খাদ্যশস্য মিলবে।