Bankura: দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পরীক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা জেলা পুলিশের
'উত্তরণ' নামে এক প্রকল্পের সঙ্গে হাত মিলিয়ে বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষন দেওয়ার কাজ চালু করল বাঁকুড়া জেলা পুলিশ।
তুহিন অধিকারী, বাঁকুড়া : করোনা (Corona) পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না ছাত্র-ছাত্রীদের পড়াশোনা। বহু মেধাবি কিন্তু দরিদ্র ছাত্র ছাত্রীরা অনলাইন পড়াশোনার (Online Education) আওতায় না থাকায়, তাঁদের ভবিষ্যৎও ক্রমশ অন্ধকারের দিকে চলে যেতে বসেছে। এবার তেমনই মেধাবী অথচ দরিদ্র ছাত্র ছাত্রীদের কথা ভেবে বিশেষ ব্যবস্থা নেওয়া হল পুলিশের (Police) পক্ষ থেকে।
আরও পড়ুন - Weather Today: জোড়া ঘূর্ণাবর্তের জের! দক্ষিণবঙ্গের ১০ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
আরও পড়ুন - Bankura: আচমকা বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই বোন
শিক্ষকের ভূমিকায় পুলিশকে এর আগেও আমরা দেখেছি। লকডাউন এবং করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকায় বহু হত দরিদ্র শিশুদের লেখাপড়ার আওতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য তাঁরাই হয়ে উঠেছেন শিক্ষক। নিজেদের কাজ সামলে খোলা আকাশের নিচে গরিব শিশুদের শিক্ষাদান করার মতো মহৎ কাজে উত্তীর্ণ হয়েছেন রাজ্যের বহু পুলিশ কর্মী। তেমনই উদ্যোগ দেখা দেল বাঁকুড়া জেলাতেও। এবার মেধাবী অথচ দরিদ্র পরিবারের ছাত্র ছাত্রীরা, যাদের পরিবারে আর্থিক কোনও স্বচ্ছ্বলতা নেই, তাঁদের কথা ভেবে 'উত্তরণ' নামে এক প্রকল্পের সঙ্গে হাত মিলিয়ে বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষন দেওয়ার কাজ চালু করল বাঁকুড়া জেলা পুলিশ। এক বেসরকারি সংস্থার হাত ধরে এই উদ্যোগ নিয়েছেন তাঁরা।
আরও পড়ুন - Bankura: মুখ থুবড়ে পড়েছে বাঁকুড়ার গ্রিনসিটি প্রকল্প, শহরে বহাল যানজট, তরজায় তৃণমূল ও বিজেপি
সূত্রের খবর, রবিবার বাঁকুড়া জেলার মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য এই বিশেষ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে এই প্রশিক্ষণের শুভ সূচনা করেন তিনি। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন যে, নামী একটি প্রতিষ্ঠান অনলাইন ক্লাসের মাধ্যমে বিনামূল্যে ছাত্র ছাত্রীদের ডাক্তিরি এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণ দেবে। ইতিমধ্যেই এই প্রশিক্ষণ কেন্দ্রে বিজ্ঞান বিভাগের প্রায় সাতশোরও বেশি ছাত্র ছাত্রী যোগ দিয়েছেন। দু বছরে ৭২০ ঘণ্টা অনলাইন ক্লাস করার সুযোগ পাবেন ছাত্র ছাত্রীরা। পাশাপাশি যে সমস্ত ছাত্র ছাত্রীর অনলাইনে ক্লাস করার অসুবিধা থাকবে, অর্থাৎ, যাঁদের মোবাইল বা নেটওয়ার্কের সমস্যা থাকবে, জেলা পুলিশ তাঁদের সেই সমস্ত সমস্যার সমাধানের চেষ্টা করবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI