Bankura News: ফের মিলেছে পায়ের ছাপ ! কোন এলাকার দিকে এগিয়ে চলেছে বাঘ ?
Bankura Tiger Fear: ফের মিলেছে বাঘের পায়ের ছাপ, এখান থেকে জঙ্গলপথে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় এই এলাকায়

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঘের পায়ের ছাপ এবার সারেঙ্গা ব্লকের পড়্যাশোল এলাকায়, বাঘ কী তবে সারেঙ্গা বা লালগড়মুখী উত্তর খুঁজছে বন দফতর ? গত পরশু বাঘের পায়ের ছাপ মিলেছিল বাঁকুড়ার বারিকুলের বাগডুবি ও লাগোয়া ঝাড়গ্রাম জেলার কাঁকড়াঝোড় জঙ্গলে।
এবার নতুন জায়গায় মিলল বাঘের পায়ের ছাপ। আজ সকালে বাঁকুড়ার পি মোড় রেঞ্জের পড়্যাশোল এলাকায় জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। আর এতেই নতুন করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে কাঁকড়াঝোড় ও বারিকুলের বাগডুবির জঙ্গলের পর পড়্যাশোল এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় বন দফতরের একাংশ মনে করছে বাঘ এবার সারেঙ্গা বা লালগড়ের উদ্যেশ্যে এগিয়ে যাচ্ছে।
বছর পাঁচেক আগে লালগড় এলাকায় ঢুকে পড়া এক বাঘের মর্মান্তিক মৃত্যু হয়েছিল স্থানীয়দের হাতে। এবার কী সেই লালগড়ের দিকেই এগিয়ে চলেছে বাঘ? শুক্রবার কাঁকড়াঝোড় ও বারিকুলের বাগডুবি জঙ্গলের পর শনিবার সকালে পি মোড় রেঞ্জের পড়্যাশোল এলাকায় বাঘের পায়ের ছাপ মেলায় সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছে না বন দফতর।
বন দফতরের একাংশের মতে যে এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে। সেই এলাকা থেকে জঙ্গলপথে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় লালগড়ে। স্বাভাবিকভাবেই স্থানীয় জঙ্গলগুলিতে নজরদারি বৃদ্ধি করেছে বনদফতর। এদিকে আজ সকালে পড়্যাশোল থেকে সারেশকোল যাওয়ার কাঁচা মোরামের রাস্তার উপর একাধিক থাবার ছাপ দেখার খবর পেতেই ওই গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তায় ছুটে যায় বন দফতরের কর্মীরা।
বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন তাঁরা। বাঘ ঢুকে পড়েছে পড়্যাশোল জঙ্গলে এমন খবর দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আর তার জেরে পড়্যাশোলের জঙ্গল লাগোয়া স্থানীয় সারেঙ্গা ব্লকের পড়্যাশোল, হ্রদ, বেনাচাপড়া, সারেশকোল, বড়দি, কালাপাথর, দলমভেজা ও পি মোড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
সম্প্রতি রয়্যাল বেঙ্গল-আতঙ্কে ভয়ে কাঁটা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ। ঠিক তখনই ঝাড়খণ্ডের বালিডি জঙ্গলসহ ১০ গ্রামে ছড়িয়েছিল বাঘের আতঙ্ক। বালিডির জঙ্গলে মিলেছিল বাঘের পায়ের ছাপ। বন দফতরের তরফে ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছিল। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বাঘমুণ্ডি ও বলরামপুর ব্লকের গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। ঝাড়গ্রাম ও পুরুলিয়ার ঝাড়খন্ড সীমানা এলাকায় বাড়ানো হয়েছিল নজরদারি। বাঘের অবস্থান বুঝতে জঙ্গলে লাগানো হয়েছিল ট্র্যাপ ক্যামেরা। ঠিক এমনই এক পরিস্থিতিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন, প্যাডেলে পা দিয়েই ঘুরেছেন কামাখ্যা, এবার স্ত্রীকে ভ্যানে চাপিয়ে কুম্ভের পথে কৃষ্ণনগরের বাঁকাচাঁদ
মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'ওড়িশা থেকে ফের বাঘ ঢুকেছে এ রাজ্যে। এবার ওরা রেসকিউ করে নিয়ে যাক, আমরা পারব না। ওড়িশা সরকারকে বলব, আপনাদের টিম নিয়ে এসে বাঘ উদ্ধার করে নিয়ে যান। এই তো পাঁচদিন ধরে কত কষ্ট করে ওখান থেকে পালিয়ে আসা বাঘিনী ধরলাম। আর অমনি ওরা ফেরত নিয়ে চলে গেল', মন্তব্য মুখ্যমন্ত্রীর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
