Bankura News: '১ কোটি নাম বাদ দেওয়ার পরিকল্পনা, BLO-দের সঙ্গে যাবেন’, কর্মীদের বললেন TMC সাংসদ, ‘গুলি-ডান্ডা চলতে পারে’, পাল্টা BJP-র সুভাষ
Arup Chakraborty: পাল্টা সুর চড়িয়েছে বিজেপি-ও।

পূর্ণেন্দু সিংহ, রাজীব চৌধুরী: বাঁকুড়ার সিমলাপালে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে, BLO-দের নিয়ে দলীয় কর্মীদের নির্দেশিকা দিলেন তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী। একেবারে বুথ লেভেল অফিসারদের সঙ্গে বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার নির্দেশ দিলেন তিনি। সেইসঙ্গে অন্যের এন্যুমারেশন ফর্ম পুরণ করে জমা দিয়ে দেওয়ার নিদানও দিয়েছেন তৃণমূল সাংসদ। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি-ও। (Arup Chakraborty)
লাভপুরের তৃণমূল বিধায়কের পর এবার বাঁকুড়ার তৃণমূল সাংসদ। রাজ্য জুড়ে SIR প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে এসে, শাসক নেতাদের মুখে একটাই নাম, বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় BLO-দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজটা করবেন তাঁরাই। রাজনীতির সঙ্গে BLO-দের সম্পর্ক না থাকলেও, বর্তমানে তাঁরাই এখন রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দুতে। (Bankura News)
এই প্রেক্ষাপটে বাঁকুড়ার সিমলাপালে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে, BLO-দের নিয়ে দলীয় কর্মীদের নির্দেশিকা দিলেন তৃণমূল সাংসদ অরুপ। অন্যের এন্যুমারেশন ফর্ম পুরণ করে জমা দিয়ে দেওয়ার নিদানও দিয়েছেন তিনি, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাঁকে বলতে শোনা যায়, "বাংলাতে ১ কোটি মানুষের ভোটার তালিকা থেকে নাম যাতে বাদ যায়, তার জন্য পরিকল্পনা চলছে। বুথে যাঁরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তাঁদের অনুরোধ করব, তৈরি থাকুন। BLO-রা যখন সঙ্গে যাবেন, আপনারা সঙ্গে যাবেন। যে ভোটার থাকবে না, তার ফর্মটা নিয়ে নেবেন। তার ফর্মটা ফিলআপ করে আপনারা জমা দেবেন। কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে। নাগরিক কমিটি তৈরি করুন। আমার গাঁয়ের কোনও লোকের নাম বাদ দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ আন্দোলন হবে, পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি হবে। কারও ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেব না।"
এ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকার। তিনি বলেন, "BLO-দের সঙ্গে দলীয় কর্মীরা যাবে কেন? মস্তানি করতে যাবে? সকলকে বলছি, BLO কিন্তু শুধু জেলা প্রশাসনের অধীনে নন, জেলা প্রশাসন সহ গোটা প্রশাসনটাই নির্বাচন কমিশনের অধীনে। দয়া করে ওখানে মস্তানি করতে যাবেন না। ওঁরা (তৃণমূল নেতারা) চাইছেন, এখন এই SIR-কে কেন্দ্র করে লাশ সংগ্রহ করতে। ওখানে গিয়ে মস্তানি করলে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলিও চলতে পারে, ডান্ডাও চলতে পারে। কোনও রকম মস্তানি ঠিক হবে না। অন্য কেউ ফিলআপ করবেন মানে? এটা কি মজা হচ্ছে?"
তবে অরূপ চক্রবর্তীই প্রথম নন, শনিবার একই সুর শোনা গেছিল, বীরভূমের লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের গলায়।তিনি বলেন, "যিনি আমার দলের BLA আছেন, ওই BLO-র সঙ্গে আপনাকেও বাড়ি বাড়ি যেতে হবে। সমস্য়া যদি হয় ওখানেই তার সমাধান করতে হবে, প্রতিবাদ করতে হবে।"
BLO-দের নিয়ে, দলীয় কর্মীদের কার্যত সাবধানবাণী শুনিয়েছিলেন বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি তাপস দাশগুপ্তও। তাঁকে বলতে শোনা যায়, "কী একটা গন্ডগোল পাকাচ্ছে এরা। BLO-দের দিকে দৃষ্টি রাখুন আপনারা। BLO-রা সবাই ভাববেন না, স্কুল টিচার সুতরাং আমার লোক এরকম না। BLO-রা কিন্তু গন্ডগোল পাকাতে পারে। SIR নিয়ে একটু নজর দিন।" এবার সেই একই সুর শোনা গেল তৃণমূল সাংসদ অরুপের গলাতেও। সব মিলিয়ে SIR আবহে, বুথ লেভেল অফিসারদের ঘিরে বিতর্ক কিছুতেই থামছে না।
বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "তৃণমূলের বিধায়ক, নেতৃত্ব যেভাবে SIR নিয়ে যেভাবে ধমকানো, চমকানো,রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার মতো শব্দবন্ধ ব্যবহার করেছেন, বোঝা যাচ্ছে, BLO-দের সঙ্গে গিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা হবে তৃণমূলের তরফে। BLA-রা BLO-দের সঙ্গে যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু সেখানে গিয়ে ঝামেলা পাকানো, তাহলে কিন্তু BLO-দের সুরক্ষা বিঘ্নিত হবে। কমিশনকে ব্যবস্থা নিতে হবে তার জন্য়।"






















