Bardhaman News : '৫ দিন আগেই মৃত্যু..', আজ পচাগলা দেহ উদ্ধার ! কীভাবে দেহ গেল হাসপাতালের স্টোররুমে ? ভয়াবহ ঘটনা বর্ধমানে
Bardhaman Death Mystery : কাটোয়া মহকুমা হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ভিতর স্টোররুম থেকে পচাগলা দেহ উদ্ধার !

রাণা দাস, পূর্ব বর্ধমান: কাটোয়া মহকুমা হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ভিতর স্টোররুম থেকে পচাগলা দেহ উদ্ধার। সবার নজর এড়িয়ে কীভাবে দেহ, হাসপাতালের স্টোররুমে? পুলিশের প্রাথমিক অনুমান, ৫ দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।কাটোয়ার SDPO এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। ঘর থেকে দেহ উদ্ধারের ঘটনায় পুরুষ ওয়ার্ডের ইনচার্জ অব নার্স কে শো-কজের সিদ্ধান্ত । উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ে তদন্তের সিদ্ধান্ত, জানালেন হাসপাতালের সুপার। নার্স, চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে। আজ মৃতদেহের ময়না তদন্ত করা হবে।
আরও পড়ুন, ফের মেট্রোয় বিভ্রাট ! এই অংশে চলছে না ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে
পুলিশের প্রাথমিক অনুমান পাঁচ দিন আগেই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেহ থেকে বিকট দুর্ঘন্ধ বের হওয়ায় ঘটনা জানাজানি হয়। কাটোয়ার এসডিপিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কাটোয়া মহকুমা হাসপাতালের ঘটনা। হাসপাতাল সূত্রে জানা যায় মানসিক ভবঘুরে অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। মৃতদেহটি সেই ব্যক্তির হতে পারে বলে হাসপাতালের কর্মীদের অনুমান। পুরুষ ওয়ার্ডের ভিতরে পাঁচ দিন ধরে মৃতদেহ পড়ে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানতে পারল না কেন ? প্রশ্ন উঠেছে
হাসপাতালে রয়েছে পুলিশ ক্যাম্প বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতালের পুরুষ ওয়ার্ডের পিছনের পরিত্যক্ত ঘর থেকে দেহ উদ্ধারের ঘটনায় পুরুষ ওয়ার্ডের ইনচার্জ অব নার্সকে শো-কজ করা হবে। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হবে। জানালেন কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল। ইতিমধ্যে পুরুষ ওয়ার্ডের দায়িত্ব পালন করেছে এরকম নার্স, চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।
মৃতদেহটির এখনও কোনও পরিচয় পাওয়া যায়নি। এদিকে হাসপাতালে আসা রোগীর পরিজনদের বক্তব্য পুরুষ ওয়ার্ডের মধ্যে দিয়ে নার্স চিকিৎসক কর্মীরা যাতায়াত করে অথচ পিছনের ঘরে কয়েকদিন ধরে একটি মৃতদেহ পড়ে আছে কেউ দেখল না। ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি কাটোয়া মর্গে রাখা হয়। আজ মৃতদেহের ময়না তদন্ত করা হবে বলে জানান সুপার বিপ্লব মণ্ডল
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















