Kolkata Metro : ফের মেট্রোয় বিভ্রাট ! এই অংশে চলছে না ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে
Kolkata Metro Service Disrupted: ফের মেট্রোয় বিভ্রাট ! অফিসটাইমে স্টেশনে স্টেশনে অপেক্ষায় বহু মানুষ, চূড়ান্ত যাত্রী দুর্ভোগ

কলকাতা : ফের মেট্রোয় বিভ্রাট, টালিগঞ্জ থেকে ব্রিজি স্টেশনের মধ্যে চলছে না ট্রেন। গত প্রায় আধঘণ্টা ধরে চলছে না মেট্রো। অফিসটাইমে স্টেশনে স্টেশনে অপেক্ষায় বহু মানুষ, চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। প্রায়ই এমন গন্ডগোল চলছে, পরিষেবা নিয়ে অভিযোগ যাত্রীদের।
আরও পড়ুন, বিপর্যয়ের ভয়াবহতায় কেঁপে উঠল ভূস্বর্গ, প্রবল বৃষ্টি ও হড়পা বানে মৃত্যু মিছিল জম্মু-কাশ্মীরে !
প্রসঙ্গত, যখন তখন লাইনে সমস্যা। জায়গায় জায়গায় পরিকাঠামোয় ত্রুটি। কলকাতা জুড়ে মেট্রোর ছড়াছড়ির মাঝেই উদ্বেগ বাড়ছে কলকাতা মেট্রোর স্বাস্থ্য নিয়ে। সূত্রের খবর, গত শুক্রবার প্রধানমন্ত্রীর বঙ্গসফরের দিন রাজ্যে আসেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। আধিকারিকদের নিয়ে করা বৈঠকে মেট্রো নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, যাত্রী সুবিধার্থে কলকাতা মেট্রোর ব্লু লাইনে মেট্রোর সংখ্যা ২৬২ থেকে বাড়িয়ে করা হচ্ছে ২৮৪.
শহর এখন মেট্রোর রঙে রঙিন! ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ, ইয়েলো। কলকাতা মেট্রোর মুকুটে জুড়ে চলেছে একের পর এক পালক। হাওড়ার সঙ্গে জুড়ে গেছে সেক্টর ফাইভ। কলকাতা বিমানবন্দরে পৌঁছতেও আর ঝক্কি পোহাতে হবে না। এত গেল মেট্রোর ব্যাপ্তির কথা। কিন্তু, ঠিক কেমন আছে বাঙালির গর্বের কলকাতা মেট্রো?কী অবস্থায় রয়েছে চার দশকের পুরনো মেট্রোর পরিকাঠামো? এই নিয়ে রীতিমতো ভাবাচ্ছে, Rail India Technical and Economic Service বা রাইটস-এর সদ্য সমাপ্ত সমীক্ষা। তাতে, ধরা পড়েছে, কলকাতার মেট্রো নেটওয়ার্কে নানা জায়গায় রয়েছে পরিকাঠামোগত ত্রুটি। একাধিক জায়গায় মেট্রো লাইনে সমস্যা দেখা গেছে। এমনকী 'ট্র্যাক বেড', অর্থাৎ যার ওপর লাইন পাতা থাকে, সেখানেও ধরা পড়েছে ত্রুটি।
মেট্রো রেলের ট্র্যাকে জল ঢুকে পড়া থেকে শুরু করে,রক্ষণাবেক্ষণের অভাবে নিত্যনতুন ঝঞ্ঝাট! যার জেরে বারে বারে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পরিস্থিতির পরিবর্তনে, তড়িঘড়ি টেন্ডারও ডাকে মেট্রো রেল। টেন্ডারপ্রাপ্ত সংস্থাকে ৯ মাসের মধ্যে কাজ শেষের নির্দেশিকাও দেয় মেট্রো কর্তৃপক্ষ। আর এরই মধ্যে, সম্প্রতি মেট্রোর ৩টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। মেট্রো সূত্রে খবর, সেদিন, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর,জিএম সহ একাধিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান।সেই বৈঠকেই, ভারতের প্রায় চার দশকের পুরনো এই মেট্রোর পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন তিনি।উষ্ণাও প্রকাশ করেন।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















