Suvendu Adhikari: হাইকোর্টের অনুমতির পর মিছিল, বারুইকাণ্ডে কাদের গ্রেফতারির দাবি শুভেন্দুর ? 'ওখানকার SP...' !
Suvendu Attcaks Police On Baruipur : বারুইকাণ্ডে শুভেন্দুর নিশানায় 'পুলিশ', কী পতিক্রিয়া শুভেন্দুর ?

কলকাতা: হাইকোর্টের অনুমতির পর তমলুকে মিছিল শুভেন্দু অধিকারীর। বারুইপুরের পর তমলুকে শুভেন্দু অধিকারীর মিছিল। তমলুকের রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল। দোলের দিন তমলুকে দুই গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আজ তারই প্রতিবাদে তমলুকে মিছিলের ডাক বিজেপির। এদিন বারুইপুরকাণ্ডে পুলিশের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।
এবিপি আনন্দ: গতকাল বারুইপুরে যে ঘটনা ঘটেছিল, আজকে আপনারা আদালতের দ্বারস্থ হয়েছেন আপনারা, কী বলবেন ?
শুভেন্দু: আমরা কালকে এফআইআর করেছি, গৌতম দাস, জয়ন্ত রুদ্র-সহ রোহিঙ্গাদের বিরুদ্ধে। একাধিক রোহিঙ্গা ওখানে ছিল। সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা। এদেরকে নিয়ে কালকে দুই জায়গায় জমায়েত করে, আমাকে এবং ৪১ জন এমএলএ-কে আটকাতে চেয়েছিল। আটকাতে পারেনি। আমরা ঢুকেছি, আমাদের গাড়ি ভেঙেছে। চোখের সামনে, ডান্ডা নিয়ে এসেছিল, কাঁচ তুলে দিয়েছি। সাংবাদিক আক্রান্ত হয়েছে। এক মহিলার হাত ভেঙেছে।আমার বিজেপি কর্মীদের আমি সেভ করেছি। তাঁদেরকে কোনও । ২৭ তারিখে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করব শুধু নয়, ওখানকার এসপি পলাশ ঢালি এদের গ্রেফতার দাবি করছি।
আরও পড়ুন, ১৯-র তৃণমূলের দায়ের করা মামলায় হাজিরা, বিধানসভায় শুভেন্দুর পাশে বসে বৈঠক দিলীপের !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
