BDMI Student Death : রিলে রেসের প্র্যাকটিসেই মাঠে লুটিয়ে পড়ল ছাত্র! শহরের নামী স্কুলে মর্মান্তিক ঘটনা
চোখের সামনেই চলে গেল টগবগে ফুটফুটে ছেলেটা। শোকের ছায়া নামল কামালগাজির প্রখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুল বিডিএম ইন্টারন্যাশনালে।

কলকাতা : এক ভয়ঙ্কর দিন। বৃষ্টিভেজা মাঠেই জমে উঠেছিল প্র্যাকটিস। গেমস ক্লাসে হইহই করে আগামী স্পোর্টস এর রিলে রেসের প্র্যাকটিসে মেতেছিল হাইস্কুলের ছেলেরা। তারই মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। খেলতে খেলতেই হঠাৎ অসুস্থতা, শিক্ষকের সঙ্গে সামান্য কথা বলতে না বলতেই মাঠে লুটিয়ে পড়ল নবম শ্রেণির অর্কদীপ।
ছুটতে ছুটতে এল সহপাঠী ও শিক্ষক। প্রশিক্ষিত ট্রেনার CPR ও দিয়েছিলেন। স্কুল নার্স ও চেষ্টার ত্রুটি করেননি। দাবি স্কুল সূত্রে। তারপর নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে । কিন্তু না , তখন সব শেষ। জানিয়ে দেন চিকিৎসক। চোখের সামনেই যায় টগবগে ফুটফুটে ছেলেটা। শোকের ছায়া নামে কামালগাজির প্রখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুল বিডিএম ইন্টারন্যাশনালে। স্কুলের সিসি ক্যামেরায় ধরা পড়ে মাঠের গোটা ঘটনাটা।
স্কুল সূত্রে খবর, মৃত ছাত্র অর্কদীপের বাড়ি স্কুলের নিকটবর্তী দক্ষিণ ২৪ পরগনার রামচন্দ্রপুর এলাকায়। স্কুলে সকলের প্রিয় ছাত্র সে। স্কুলের তরফে প্রিয় ছাত্র চলে যাওয়ার ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। সব শিক্ষকরাই শোকাহত। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি কেউই। স্কুলের তরফে বিবৃতি দিয়ে পুরো ঘটনা জানানো হয়েছে।
শুক্রবার আকস্মিক, অনভিপ্রেত এই ঘটনার পর স্কুলে চাঞ্চল্য ছড়ায়। উদ্বেগ ছড়ায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা- ছাত্রছাত্রীদের মধ্যে। এমন তরতাজা ছেলেটা হঠাৎ খেলতে খেলতে মারা যাওয়ায় শোকস্তব্ধ সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকা—সকলেই। খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন অর্কদীপের পরিবার।।
সুস্থ-স্বাভাবিক এক পড়ুয়ার এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। স্কুলের সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা, খেলার সময় অসুস্থ হয়ে ছাত্রের মৃত্যু ঘটেছে বলেই, জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সোমবার ছুটি ঘোষণা করেছে বিডিএম ইন্টারন্যাশনাল।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অর্কদীপের অসুস্থ হয়ে পড়ার ফুটেজ স্কুলের তরফে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
তবে এ ধরনের ঘটনা হালফিলে ঘটেছে ভারতের অন্য জায়গাতেও। রাজস্থানের সীকর জেলার দান্তা শহরে হৃদরোগে (Heart Disease) মৃত্যু হয় ৯ বছরের শিশু প্রাচী কুমাওয়াতের। স্কুলে টিফিনের সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিক্ষকরা জানান, শিশুটিকে কখনওই অসুস্থ বলে মনে হয়নি, দাবি পরিবারের। তার আগে গুজরাতেও দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর হৃদরোগে মৃত্যুর ঘটনা সামনে আসে।






















