Jhalda: ঝালদা পুরসভার বোর্ড গঠনের আগে তুলকালাম, পুলিশের সঙ্গে ধুন্ধুমার কংগ্রেসিদের
Jhalda News: কালো ব্যাজ পরে এদিন প্রতিবাদ মিছিল শুরু হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। পরে পুরসভার ভিতরেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
ব্রতদীপ ভট্টাচার্য: ঝালদা পুরসভার বোর্ড গঠনের আগে তুলকালাম। ত্রিশঙ্কু পুরসভা দখলের প্রতিবাদে কালা দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। কালো ব্যাজ পরে এদিন প্রতিবাদ মিছিল শুরু হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। পরে পুরসভার ভিতরেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী। কংগ্রেসের সিদ্ধান্ত, এদিন কালো ব্যাজ পরেই শপথ নেবেন পূর্ণিমা কান্দু-সহ কংগ্রেসের ৪ কাউন্সিলর।
ঝালদা পুরসভায় কংগ্রেস ৫, তৃণমূল ৫ ও নির্দল ২টি আসনে জেতে। এর মধ্যে এক নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দেবেন বলে জানান। কংগ্রেসের দাবি, অপর নির্দল কাউন্সিলর তাদের দলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। মধ্যস্থতা করছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পুরসভা হাতছাড়া হওয়ার আশঙ্কায় তাঁকে খুন করা হয় বলে কংগ্রেসের অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ঝালদা পুরসভা নির্বাচনে কংগ্রেস জিতেছে
এ বছর পুরসভা নির্বাচনে ঝালদা পুরসভায় কংগ্রেস পাঁচ, তৃণমূল পাঁচ এবং নির্দলরা দু’টি আসনে জেতে। এর মধ্যে এক নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দেবেন বলে জানান। কংগ্রেসের দাবি, অপর নির্দল কাউন্সিলর তাদের দলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। গোটা প্রক্রিয়ায় মধ্যস্থতা করছিলেন নব নির্বাচিত কাউন্সিলর তপন। আর তাতেই, পুরসভা হাতছাড়া হওয়ার আশঙ্কায় তাঁকে খুন করা হয় বলে কংগ্রেসের অভিযোগ। তৃণমূল যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে। তবে গোটা পর্বে তপুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
ঝালদাকাণ্ডে নতুন অডিও ক্লিপ প্রকাশ্যে
তৃণমূলে (TMC) আসার জন্য কি চাপ সৃষ্টি করা হচ্ছিল তাঁর উপর! ফোনে কার কার কাছ থেকে হুমকি পাচ্ছিলেন। ঝালদায় (Jhalda Murder) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu Murder) হত্যায় এখনও অধরা বহু প্রশ্নের উত্তর। তার মধ্যেই মঙ্গলবার ঝালদা পুরসভার বোর্ড গঠন (Jhalda Municipal Corporation)। ত্রিশঙ্কু পুরসভা দখলের প্রতিবাদে কালা দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। কালো ব্যাজ পরে ঝালদা পুরসভার সামনে বিক্ষোভ দেখাবে তারা। কালো ব্যাজ পরেই শপথ নেবেন নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু-সহ চার কংগ্রেস কাউন্সিলর।