Swami Vivekananda Jayanti 2025: মঙ্গলারতি দিয়ে সূচনা, স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্মদিন পালন বেলুড়ে
National Youth Day 2025: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস ও ৪১ তম জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই বেলুড়মঠে ভক্ত সমাগম।

ভাস্কর ঘোষ, হাওড়া: বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্মদিন। নানা অনুষ্ঠানের আয়োজন। ভোরে স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতি দিয়ে পুজো দিনভর চলবে শাস্ত্রপাঠ-হোমযজ্ঞ। আসছেন ভক্তরা।
বেলুড় মঠে ভক্ত সমাগম: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস ও ৪১ তম জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই বেলুড়মঠে ভক্ত সমাগম। ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতীর মধ্যে দিয়ে পূজাপাঠ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে বেলুড় মঠে সামিল হন। তাঁরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে বেলুড় মঠে আসেন। এই বিশেষ দিনে মূল মন্দিরের বাঁদিকে অস্থায়ী মন্ডপে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তাঁরা স্বামীজি বিষয়ক নানা অনুষ্ঠান, বেদপাঠ,ভজন, ভক্তিগীতি, স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ, দুপুর তিনটে ধর্মসভা, সন্ধ্যারতির পর অনুষ্ঠানের পরিসমাপ্তি। বেলুড় মঠের পক্ষ আগত এই সমস্ত দর্শনার্থীদের ছাত্র-ছাত্রীদের জন্য প্যাকেটে করে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভক্ত সমাগম। বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় সারা দেশে। সেই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।স্বামী বিবেকানন্দর জন্মদিনে মুখোমুখি তৃণমূল ও বিজেপি। একই সময়ে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মন্ত্রী শশী পাঁজা। শাসক-বিরোধী দু’ দলেরই একই সময়ে কর্মসূচি। স্বামী বিবেকানন্দর জন্মদিনে বিজেপি যুব মোর্চার ম্যারাথনে সামিল হন সুকান্ত মজুমদার। তৃণমূলের বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজির সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা।
স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করল কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। এদিন সকালে মিশনের স্কুল ময়দান থেকে একটি শোভাযাত্রা বের হয়। মঠ হয়ে শোভাযাত্রাটি কামারপুকুর চটিতে বিবেকানন্দ মূর্তি প্রদক্ষিণ করে। সেখানেই বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়। ওই শোভাযাত্রায় অংশ নেন মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি, আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ বেশ কিছু স্কুলের ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষ। এছাড়া কামারপুকুর মিশন স্কুলের ছাত্রছাত্রীরাও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় হাঁটে।
আরও পড়ুন: Midnapore Saline Controversy:কমছে হিমোগ্লোবিনের পরিমাণ, স্যালাইনকাণ্ডে ভেন্টিলেশনে ২ প্রসূতি






















