Abhishek Banerjee: 'কুন্তল চিঠি নিজে লিখেছিলেন ?' অভিষেকের বয়ানকে সামনে রেখে জেরা CBI-র
CBI on Kuntal Ghosh: এজেন্সির বিরুদ্ধে অভিষেকের নাম বলাতে চাপ দেওয়ার অভিযোগ কুন্তলের।
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) বয়ানকে সামনে রেখে এবার কুন্তল ঘোষকে জেরা। প্রেসিডেন্সি জেলে গিয়ে বহিষ্কৃত যুব তৃণমূল নেতাকে জেরা সিবিআইয়ের (CBI)। এজেন্সির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগে চিঠি জেলবন্দি কুন্তল ঘোষের (Kuntal Ghosh)। এজেন্সির বিরুদ্ধে অভিষেকের নাম বলাতে চাপ দেওয়ার অভিযোগ কুন্তলের।
'কুন্তল চিঠি নিজে লিখেছিলেন নাকি তাঁকে দিয়ে লেখানো হয়েছে ?'
সূত্রের খবর, 'কুন্তল চিঠি নিজে লিখেছিলেন নাকি তাঁকে দিয়ে লেখানো হয়েছে ? শহিদ মিনারে অভিষেকের দাবির পরের দিনই কীভাবে একই কথা কুন্তলের?', জেরায় সেকথাই জানার চেষ্টা করবেন সিবিআই আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই-এর কাছে দেওয়া বয়ানও রাখা হবে সামনে, খবর সূত্রের। অভিষেকের বয়ান এবং কুন্তলের লেখা চিঠির ভিত্তিতেই জেরা সিবিআইয়ের। কুন্তলের চিঠি নিয়ে শনিবার ৯ ঘণ্টা ৪০ মিনিট ধরে অভিষেককে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। চিঠি নিয়ে কিছুই জানা নেই, অভিষেকের বয়ানের সূত্র ধরে কুন্তলকে জেরা।
'অভিষেকেরও নাম বলানোর চেষ্টা হচ্ছে'
প্রসঙ্গত, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কুন্তল ঘোষ। সম্প্রতি আদালতে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য করে কুন্তল ঘোষ বলেছিলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলা মানে আমাদের বুক চওড়া হওয়া। দলের নেতাদের নাম বলতে বলপূর্বক চাপ দিচ্ছে এজেন্সি। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম বলানোর চেষ্টা হচ্ছে', বিস্ফোরক দাবি করেছিলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ।
অভিযোগ পত্র
এরপরেই অভিযোগ পত্র দেওয়া হয়। কেন্দ্রীয় সংস্থার (Central Agency) বিরুদ্ধে হেস্টিংস থানায় ও আলিপুর আদালতে (Police Station and Court) কুন্তল ঘোষের (Kuntal Ghosh) অভিযোগপত্র। 'কুন্তল ঘোষের অভিযোগ পত্রের ভিত্তিতে নিম্ন আদালত ও পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না', কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে অন্তর্বর্তী নির্দেশ জানিয়েছিল আদালত। হেস্টিংস থানার অভিযোগ পত্র আদালতে পেশ করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
যখন একদিকে এই ঘটনা। তখন অন্য দিকে কুন্তল ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তাপস মণ্ডল। তাঁর অভিযোগ, '১০০ নয়, ৫০০ কোটির খেলা, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে। অভিষেকের (বন্দ্যোপাধ্যায়) নাম ভাঙিয়ে টাকা তুলেছে। 'হাওয়ালার মাধ্যমে ও টাকা বাইরে পাঠিয়েছে, কেন্দ্রীয় এজেন্সি কোনও চাপ দেয়নি। লক আপ থেকে আদালতে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করেন তাপস মণ্ডল।