Bengal Safari Park : শোকের রেশ কাটিয়ে আনন্দের বহর, বেঙ্গল সাফারি পার্কে এল ৩ নতুন সদস্য
Royal Bengal Tiger : পাঁচ বছরের রয়্যাল বেঙ্গল টাইগার রিকা এবারে জন্ম দিয়েছে তিন সন্তানের। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, প্রায় সপ্তাহখানেক আগে সন্তানদের জন্ম দেয় রিকা।
বাচ্চু দাস, কলকাতা : খুশির বহর বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park)। নতুন ৩ সদস্য এসেছে সেখানে। তাও যেমন তেমন অতিথি নয়, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। মা রিকা ও 'খুদেরা' সকলেই রয়েছে সুস্থ। তবে আগের অভিজ্ঞতার জেরেই বাড়তি সতর্কতা ও নজরদারির ব্যবস্থা নিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।
কিছুদিন আগেই শোকের এক বহর তৈরি হয়েছিল বেঙ্গল সাফারি পার্কে। গত মাসে দুই সন্তানের জন্ম (Tiger Cub) দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার রিকা। কিন্তু জন্মের সময়ই একটি সন্তানের মৃত্যু হয়। শোকের আবহ বাড়িয়ে যার কয়েকদিনের মধ্যেই অপর বাঘের সন্তানটিরও মৃত্যু হয়েছিল। যার জেরেই তৈরি হয়েছিল এক শোকের আবহ। তবে মাসখানেকের মধ্যে তা বদলে গিয়েছে খুশির রেশে।
পাঁচ বছরের রয়্যাল বেঙ্গল টাইগার রিকা এবারে জন্ম দিয়েছে তিন সন্তানের। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, প্রায় সপ্তাহখানেক আগে সন্তানদের জন্ম দেয় রিকা। তবে আগের অভিজ্ঞতার জেরে শুরু থেকেই বাড়তি সতর্কতা অবলম্বন ও সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) মাধ্যমে প্রয়োজনীয় নজরদারি চালাচ্ছিল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। শেষমেশ সন্তানখানেক বয়সের তিন সন্তানের সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার রিকার খেলার ভিডিও প্রকাশ করা হয়েছে।
এদিকে, সিংহ, জেব্রা, এলবিরো ডাক, মণিপুরী ডাইসিং ডিয়ার।পর্যটক টানতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আরও নতুন অতিথি আনার পরিকল্পনাও চলছে। বন দফতর সূত্রে খবর, বেঙ্গল সাফারি পার্কের আয়তন বাড়ানো হবে, দুটির বদলে সাত থেকে আটটি হাতি সাফারির কথাও ভাবা হচ্ছে।
বেঙ্গল সাফারি পার্কের টিকিট বুক করতে ক্লিক করুন - https://www.northbengalwildanimalspark.in/ -এখানে
এখান থেকে বুক করা যাবে আগাম
- Safari Ticket
- Elephant Ride
আরও পড়ুন- মোবাইল-ইন্টারনেট আসক্তি ? চিকিৎসায় নতুন ক্লিনিক ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেসে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial