Bengal Safari Park :সিংহ, জেব্রা থেকে মণিপুরী হরিণ, পর্যটনের মরসুমে নানা আকর্ষণে সেজে উঠছে শিলিগুড়ির সাফারি পার্ক
Bengal Safari Park : পর্যটকদের আরও আকর্ষিত করতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনা হচ্ছে সিংহ, জেব্রা, এলবিরো ডাক, মণিপুরী ডাইসিং ডিয়ার।
বাচ্চু দাস, শিলিগুড়ি : উত্তরবঙ্গে পর্যটকদের অন্যতম সেরা আকর্যণ এখন শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক ( Bengal Safari Park, Siliguri )। যাঁরা পাহাড়ে ঘুরতে যান, তাঁদের অনেকেই যাওয়া বা ফেরার পথে ঘুরে যান শিলিগুড়ির ( ) Siliguri এই পার্কে। পুজোর পর থেকেই চাঙ্গা পর্যটন ( North Benga Tourism ) । যদিও বৃষ্টি চলছে অবিরাম, তাঁর মধ্যেই পর্যটকের সংখ্যা দিনে দিনে বাড়ছে। আর এখন তো পুজোর ছুটি ! তাই এবার পর্যটকদের আরও আকর্ষিত করতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনা হচ্ছে সিংহ, জেব্রা, এলবিরো ডাক, মণিপুরী ডাইসিং ডিয়ার।
পাহাড়ে ভরপুর পর্যটনের মরসুম
নভেম্বর- ডিসেম্বর মানেই পাহাড়ে ভরপুর পর্যটনের মরসুম। বহু মানুষের আনাগোনা হয় এই সময়। এলিফ্যান্ট রাইড থেকে সাফারি, প্রায় সব টিকিটই আগাম বুক করতে হয়। আবার কেউ কেউ আসেন শুধুমাত্র চিড়িয়াখানা দেখতেই। এই চিড়িয়াখানার আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ। আসছে নতুন বাসিন্দা। সিংহ,জেব্রা,এলবিরো ডাক,মণিপুরী ডাইসিং ডিয়ার।
বেঙ্গল সাফারি পার্ক
সোমবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এসে এই ঘোষণা করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও এদিন পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি শিলা ও বিভানের চার সন্তানকে পর্যটকদের জন্য এনক্লোসারে উন্মুক্ত করে দেওয়া হয় ।
আগামী পরিকল্পনা
এদিন মন্ত্রী এদিন আরো জানান, পার্কের আধুনিকীকরণ করার কাজ চলছে। আগামী দিনে পর্যটকদের কাছে আরও অনেক সুন্দর ভাবে ধরা দেবে এই সবুজ ঘেরা পর্যটনকেন্দ্র। পার্কের আয়তন বাড়ানোর কাজ চলছে। পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বন দফতরের তরফে। এদিন সাফারির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "চারটি রয়্যাল বেঙ্গল টাইগারের শাবক ছাড়া হল। পরবর্তীতে সিংহ, জেব্রা ,আরও কিছু ক্যাঙ্গারু, একশৃঙ্গ গণ্ডার আনার কথা রয়েছে। পাশাপাশি এখন দুটো করে হাতি সাফারি চলছে। আগামীতে সাফারির সংখ্যা বাড়বে। হয়ত আট থেকে দশটি এলিফ্যান্ট সাফারি হবে। "
টিকিট বুক করতে ক্লিক করুন -
https://www.northbengalwildanimalspark.in/ -এখানে
এখান থেকে বুক করা যাবে আগাম
- Safari Ticket
- Elephant Ride