Debangshu On SIR : এবার দেবাংশু ভট্টাচার্যকে SIR-এর শুনানির নোটিস ! কী লিখলেন পোস্টে ?
Debangshu Got SIR Notice : এবার দেবাংশু ভট্টাচার্যকে SIR-এর শুনানির নোটিস, কী লিখলেন পোস্টে ?

কলকাতা: এবার দেবাংশু ভট্টাচার্যকে SIR-এর শুনানির নোটিস। 'ভারতীয়ত্ব প্রমাণের ডাক এল শেষমেষ। পরিবারের ৪ জনকে শুনানির নোটিস দেওয়া হয়েছে। নামের বানান সঠিক আছে, কি কারণে ডাকল জানা নেই। যাঁরা তৃণমূল সমর্থক তাঁদের ও তাঁদের পরিবারের সকলকে নোটিস দেওয়া হচ্ছে। এই নোটিস পাঠানোর পিছনে বিজেপির হাত রয়েছে', নোটিস পেয়ে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের।
আরও পড়ুন, "কমিশন ঠিক কী লুকোতে চাইছে?", লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ না হওয়ায় নিশানা অভিষেকের
SIR-এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শ্যামপুকুর বিধানসভার তৃণমূল বিধায়ককে দুপুর ২টোর সময় হাজিরা দিতে বলা হয়েছে কেশব অ্যাকাডেমিতে। এর আগেও SIR-শুনানিতে ডাক পড়েছে একাধিক জন প্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনের। নোটিস পেয়েছেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। আগামী বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর BDO অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। SIR-শুনানিতে ডাক পড়েছে ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির। মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে হবে জাঙ্গিপাড়া BDO অফিসে। SIR-শুনানির নোটিস পেয়ে গত সোমবার রামপুরহাট ২ নম্বর বিডিও অফিসে হাজিরা দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। এবার SIR-এর শুনানিতে ডাকা হল মন্ত্রী শশী পাঁজাকে।
SIR-এর শুনানি ঘিরে জেলায় জেলায় উঠে এসেছে চূড়ান্ত হয়রানির এই ছবি! কমিশনের ডাক পেয়ে কোথাও অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে এসেছেন বয়স্করা। গ্যাঁটের কড়ি খরচ করে গাড়ি ভাড়া করে শুনানি কেন্দ্রে আসতে হয়েছে কাউকে। কোথাও আবার রুজি-রোজগার ফেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে হয়েছে লাইনে।এই প্রেক্ষাপটে এবার SIR-এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তৃণমূল কংগ্রেস বিধায়ক নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ধন্যবাদ ইলেকশন কমিশন, এই পুরস্কারই আমার প্রাপ্য ছিল। আমার বাড়িতে আর কাউকে ডাকেনি, শুধু আমাকে। রবিবার দুপুর ২ নাগাদ। গিরিশ পার্কের কাছে কেশব অ্যাকাডেমিতে SIR শুনানিকেন্দ্রে হাজিরা দেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। মিনিট ১৫ পর বাইরে এসে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শ্যামপুকুরের তৃণমূল বিধায়ককে। BLO-র সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান তিনি।





















