Bengal SIR Row: SIR শুনানির ইস্যুতে জয় গোস্বামীর স্ত্রীকে ফোন করল নির্বাচন কমিশন
EC Contact With Poet Joy Goswami : জয় গোস্বামীর স্ত্রীকে ফোন করল নির্বাচন কমিশন, কী জানানো হল এবার কবির পরিবারকে ?

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে এসআইআর শুনানি। আর সেই শুনানিতে ডাক পেয়েছেন এবার রাজ্যের বিশিষ্ট কবি জয় গোস্বামী। ইতিমধ্যেই হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন, জয় গোস্বামীর মেয়ে দেবত্রী গোস্বামী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। শেষ অবধি পাওয়া খবরে, ইতিমধ্যেই কমিশনের তরফে যোগাযোগ করা হয়েছে, জয় গোস্বামীর সঙ্গে।
আরও পড়ুন, SIR-এর শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে মতুয়াদের একটা বড় অংশকেই! রাজ্যে এসে কী বার্তা অমিত শাহের ?
'কেন তাঁকে ডাকা হচ্ছে, শুনানিতে, কেন তাঁরা হেনস্থার শিকার হচ্ছে..'
কবির পরিবার সূত্রে জানা গিয়েছে, এই খবর সম্প্রচারিত হওয়ার পর, কমিশনের তরফে ফোন করা হয় জয় গোস্বামীর স্ত্রীকে। এবং গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। কেন তাঁকে ডাকা হচ্ছে, শুনানিতে, কেন তাঁরা হেনস্থার শিকার হচ্ছে, গোটা বিষয়টাই তারা জেনেছেন। এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
'জয় গোস্বামী, যার জন্ম হয়েছে কলকাতার শিশুমঙ্গলে, যার শৈশব কেটেছে রানাঘাটে, তাঁকে কেন শুনানিতে ডাকা হবে ? '
সম্ভবত তাঁর কন্যাকে গিয়ে নথি জমা দিয়ে আসতে হবে, এমনটাই জানা যাচ্ছে, পরিবার সূত্রে। কিন্তু প্রশ্ন উঠছে, জয় গোস্বামী, যার জন্ম হয়েছে কলকাতার শিশুমঙ্গলে, যার শৈশব কেটেছে রানাঘাটে, একজন প্রতিষ্ঠিত কবি, মামারবাড়ি ডোভারলেনে, এবং দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ভোট দিয়েছেন। ২০২৪-এ লোকসভা নির্বাচনে পর্যন্ত ভোট দিয়েছেন। তাঁকে কেন শুনানিতে ডাকা হবে ? প্রশ্ন উঠেছে।
'তাঁর পরিবার প্রশ্ন তুলছে, এটি একটা হেনস্থা, তাঁর কারণ তিনি বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন'
পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, এবার যে খসড়া তালিকা, তাতে জয় গোস্বামীর নাম আছে। এবং তাঁর কন্যারও নাম আছে। ২০০২ এর যে তালিকা, সেই তালিকায় কোনও অসঙ্গতি আছে, এবং সেই সূত্রেই ইলেকশন কমিশনের তরফ থেকে তাঁকে শুনানির জন্য বলা হয়েছে। কিন্তু তাঁর পরিবার প্রশ্ন তুলছে, এটি একটা হেনস্থা। তাঁর কারণ তিনি বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন, তাঁর কয়েকদিন আগে অপারেশন হয়েছে। এবং যেটা অনেকেই বলছেন যে, জয় গোস্বামী একজন পরিচিত মুখ। সুতরাং তাঁকে এরকম প্রমাণ দিতে হবে কেন ? SIR শুনানিতে অংশ নিতে হবে কেন ? কমিশনের তরফে কবির পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। এখন প্রয়োজনীয় পদক্ষেপ কী নেওয়া হয় বা কী করা হয় ? এখন সেটাই দেখার।






















