Bengal SIR Row : শ্যামপুকুর ও অশোকনগর, ২ জায়গায় নাম থাকার অভিযোগ, এবার ১ জন ভোটারকে শোকজ কমিশনের
EC Summon Voter : শ্যামপুকুর ও অশোকনগর, ২ জায়গায় নাম থাকার অভিযোগ, এবার ১ জন ভোটারকে শোকজ কমিশনের

রুমা পাল, কলকাতা: ২ জায়গায় নাম থাকার অভিযোগ, এবার ১ জন ভোটারকে শোকজ করল নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত বিএলও-কে শোকজ করার কথা জানা গেছে, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের শোকজ করার কথা জানা গিয়েছে। এবার জানা গিয়েছে, একজন ভোটারকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন, 'এত সবে ব্রেকফাস্ট, এরপরে তো শুনানি চলবে, ১ মাস ধরে..' ! SIR ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
একজন ভোটারের নাম দুই জায়গায় রয়েছে। শ্যামপুকুর ও অশোকনগরে নাম রয়েছে ওই অভিযুক্ত ভোটারের।২ জায়গায় নাম থাকার অভিযোগে শোকজ নির্বাচন কমিশনের। কবে হিয়ারিং, এখনও পাঠানো হয়নি নোটিস । হিয়ারিংয়ে থাকবেন ইআরও, এইআরও ও অ্যাডিশনাল এইআরও। সেক্ষেত্রে শোকজ করে জনতে চাইছে কমিশন, যে কী কারণে দুই জায়গায় সই রয়েছে ? একদিকে যেমন সই রয়েছে, অন্যদিকে, তাহলে অন্য কেউ সই করেছে। সেক্ষেত্রে তাকে কিন্তু উত্তর দিতে হবে, কেন দুই জায়গায় নাম রয়েছে । ইতিমধ্যেই যেমন বিএলও-দের শোকজ করা হয়েছে। যেমন হুগলির চণ্ডিতলা, যেখানে দেখা যাচ্ছে যে, মৃতকে জীবিত এবং যে জীবিত তাঁকে মৃত বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কোচবিহার-শিলিগুড়িতেও এমন অভিযোগ উঠেছে। যেভাবে বিএলওদের শোকজ করা হয়েছে, সেইভাবে এবার ভোটারকেও এবার শোকজ করা হয়েছে।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। কার নাম আছে? বাদ পড়েছে কত নাম? দেখা যাচ্ছে নির্বাচনের কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে লগ ইন করলেই। এছাড়া খসড়া ভোটার তালিকা মিলবে BLO-র কাছেও। ১৫ জানুয়ারি পর্যন্ত জানানো যাবে তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ। যেগুলো খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা অভিযোগ ও সেই সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশনের কাজ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
SIR প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় দেড় মাস পর, প্রকাশিত হল পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। তাতে জায়গা পেয়েছেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন।বাদ গিয়েছে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে, গত ৪ নভেম্বর থেকে, পশ্চিমবঙ্গে শুরু হয় SIR প্রক্রিয়া। ১১ ডিসেম্বর ছিল এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিন। ভোটার তালিকায় কার নাম থাকবে?
আর কার নাম বাদ পড়বে, এ নিয়ে অপেক্ষার প্রহর গুণছিল রাজ্যবাসী।এই অবস্থায়, মঙ্গলবার খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়েছে, পৃথকভাবে সেই তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে নির্বাচন কমিশন।






















