(Source: ECI/ABP News/ABP Majha)
STF: আল কায়দার লিঙ্কম্যানদের জেরা করতে অসমের পথে বেঙ্গল এসটিএফ
গত ৫ মার্চ অসমের বরপেটা থেকে গ্রেফতার হয় ৫ আকিস লিঙ্কম্যান। তারা কখনও বাংলায় এসেছিল কিনা, তা জানতেই অসম যাচ্ছে এসটিএফ।
কলকাতা: আল কায়দার (Al Qaeda) লিঙ্কম্যানদের জেরা করতে অসম যাচ্ছে বেঙ্গল এসটিএফ। বাঁকড়া থেকে ধৃত জেএমবি (JMB) লিঙ্কম্যান আনিরুদ্দিনের (Aniruddin) সঙ্গে ফোনে কথা। অসমে (Assam) ধৃত আল কায়দা (Al Qaeda) লিঙ্কম্যানদের সঙ্গে ফোনে কথা বলেছিল আমিরুদ্দিন। একাধিক বার আকিস লিঙ্কম্যানদের সঙ্গে জেএমবি লিঙ্কম্যানের কথা হয় এর পর।
গত ৫ মার্চ অসমের (Assam) বরপেটা (Borpeta) থেকে গ্রেফতার হয় ৫ আকিস লিঙ্কম্যান। তারা কখনও বাংলায় এসেছিল কিনা, তা জানতেই অসম যাচ্ছে এসটিএফ (STF)। আনিরুদ্দিনের ফোনের ফরেন্সিক পরীক্ষাও করতে চলেছে এসটিএফ। সূত্রের খবর, ফোনের বেশ কিছু কথোপকথন মুছে ফেলেছে আনিরুদ্দিন।
গত ২৫ ফেব্রুয়ারি কেএলও জঙ্গি সন্দেহে শিলিগুড়ি (siliguri) আরও একজনকে গ্রেফতার করল এসটিএফ (stf)। ধৃতের বাড়ি শিলিগুড়ি (siliguri) সংলগ্ন ফাঁসিদেওয়ায়। টাকা তোলার অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসটিএফ (STF) সূত্রে খবর, ধৃতকে জেরা করেই উঠে আসে এই ব্যক্তির নাম।
আরও পড়ুন: Fuel Price Hike: মধ্যবিত্তের মাথায় হাত! এক লাফে অনেকটা বাড়ল গ্যাসের দাম, দামি পেট্রোল-ডিজেলও
শিলিগুড়ির (Siliguri) একাধিক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ। কেএলও জঙ্গি সন্দেহে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ (STF)। শুক্রবার গভীর রাতে শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন ফাঁসিদেওয়া থেকে মৃণাল বর্মন নামে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
শিলিগুড়ির (Siliguli) অন্যতম বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত খালপাড়া। সেখান থেকেই সম্প্রতি ব্যবসায়ীদের থেকে টাকা তোলার অভিযোগে অবিনাশ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, তাঁকে জেরা করে উঠে আসে মৃণাল বর্মনের নাম। অভিযোগ, ব্যবসায়ীদের থেকে টাকা তোলায় অবিনাশের সহযোগী ছিলেন মৃণাল। এসটিএফ সূত্রে খবর, এই মৃণাল বর্মন আসলে অবিনাশ রায়ের বন্ধু।
যে শিলিগুড়ি শহরের খালপাড়া থেকে গ্রেফতার হয়েছে। এই অবিনাশ রায় জঙ্গি সংগঠনের জন্য টাকা তুলত। আর মৃণাল সেই ব্যক্তি ঠিক করে দিত। দু’জনেই কেএলও জঙ্গি সংগঠনের সদস্য। এই দু’জনের সংগৃহীত টাকা চলে যেত সংগঠনের শীর্ষ নেতাদের কাছে। দু’জনেই শিলিগুড়িতে এসেছিল। এসটিএফের হাতে ধরা পড়ে অবিনাশ। তাকে জেরা করেই মৃণালের নাগাল মেলে।