Bengal Top News : মেয়ের গ্রেফতারির পর মুখ খুললেন অনুব্রত, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস - রাজ্যের ৫ গুরুত্বপূর্ণ খবর
মুখ খুললেন অনুব্রত' তিহাড়কেই ঘরবাড়ি ভাবতে শুরু করুন' মন্তব্য ইডি-র আইনজীবীরমৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি
মুখ খুললেন অনুব্রত
মেয়ের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল ( Anubrata Mondaln) । 'সুকন্যাকে গ্রেফতার করা অন্যায় হয়েছে। এটা খুব বাহাদুরির কাজ হয়নি। ' মেয়ের গ্রেফতারের পর এই প্রথম মুখ খুললেন অনুব্রত।
' তিহাড়কেই ঘরবাড়ি ভাবতে শুরু করুন'
অভিযুক্ত ঠিক করতে পারে না, সে কোন জেলে থাকবে। তিহাড়কেই ঘরবাড়ি ভাবতে শুরু করুন। আরও ৩-৪ বছর থাকতে হতে পারে জেলে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডলের আসানসোল জেলে ফেরত যাওয়ার আবেদনের শুনানিতে মন্তব্য ইডি-র আইনজীবীর। দু’পক্ষের সওয়াল শুনে রায়দান স্থগিত রাখেন বিচারক। এই স্থানান্তর-মামলার পরবর্তী শুনানি ৪ মে। অন্যদিকে, গরুপাচার মামলায় অনুব্রতর তিহাড়-বাসের মেয়াদ বাড়ল। বৃহস্পতিবার পর্যন্ত জেলেই থাকতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। ১২ মে পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও।
মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি
কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি। পাশাপাশি, অভিযুক্ত পুলিশ কর্মীর তরফেও একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগেরও তদন্ত করবে সিআইডি। গতকালই কালিয়াগঞ্জ থানায় গিয়ে দুটি মামলার নথিপত্র সংগ্রহ করেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। অভিযোগ ওঠে, গত শুক্রবার গভীর রাতে কালিয়াগঞ্জের চাঁদগাঁ গ্রামে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে
হানা দেয় পুলিশ। ধরপাকড়ের সময় এএসআই মোয়াজ্জেম হোসেনের গুলিতে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয়ের মৃৃত্যু হয় বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। তাঁদের বিরুদ্ধেও পুলিশকে আক্রমণের পাল্টা অভিযোগ করেন ওই পুলিশ কর্মী।
তৃণমূলে ভাঙন
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের আগে তৃণমূলে ভাঙন। রতুয়ায় কংগ্রেসে নাম লেখালেন জেলা তৃণমূলের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক মহম্মদ হেসামুদ্দিন-সহ ৩০০ জন কর্মী, সমর্থক। দলের একাংশের দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ বলে দাবি করেছেন তৃণমূলত্যাগী ওই নেতা। পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস আরও শক্তিশালী হচ্ছে। দিকে দিকে যোগদানের হিড়িক পড়েছে, দাবি সুজাপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক ইশা খান চৌধুরীর। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
আজও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যু- সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। এর মধ্যে বেশি বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। এই আবহাওয়া চলবে শুক্রবার পর্যন্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ ও ছত্তীসগঢ়ে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। তার টানেই সাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় রাজ্যে এই হাওয়া বদল।