Summer Vacation in School: একদিকে ভোট! সঙ্গী তাপপ্রবাহ! বাংলার স্কুলে এগোচ্ছে গরমের ছুটি
WB Heatwave Condition:খুব শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, খবর শিক্ষা দফতর সূত্রে।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: একদিকে সামনে ভোট, অন্যদিকে তাপপ্রবাহ। সূত্রের খবর, ফের এগোচ্ছে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি। সূত্রের খবর, ২২ এপ্রিল থেকে ছুটি পড়ছে রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। খুব শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ, খবর শিক্ষা দফতর সূত্রে। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর আর্জি জানানো হবে, খবর সূত্রের। কয়েকদিন আগেই ১২ দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল ৬ মে-তে। এবার তা আরও এগিয়ে আনা হল।
এর আগে দেশের লোকসভা নির্বাচনের জন্য স্কুলের গরমের ছুটি বাড়ানো হয়েছিল। তখন স্থির হয়েছিল রাজ্যের স্কুলে গরমের ছুটি শুরু হবে ৬ মে থেকে। তা চলবে ২ জুন পর্যন্ত। এরই মধ্যে ১৯ এপ্রিল রাজ্যের লোকসভায় প্রথম দফায় ভোট। উত্তরবঙ্গে তিন আসনে ভোট। প্রথম দফার সেই ভোটের জন্য় ১৬ এপ্রিল থেকে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ রয়েছে। স্কুল বন্ধ থাকবে ২০ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় দফাতেও ভোট রয়েছে বাংলাতে। সেই কারণেও কিছুদিন বন্ধ থাকবে স্কুল। উত্তরবঙ্গেই বেশ কিছু আসনে ভোট রয়েছে। দ্বিতীয় দফার জন্য ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে স্কুল বন্ধ। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। তারপরে আরও পাঁচ দফার ভোট বাকি থাকবে রাজ্যে। সেই সময় গরমের ছুটি পড়বে স্কুলে।
এমনিতে স্কুলে গরমের ছুটি ১০ দিনের হয়ে থাকে। এবার সব মিলিয়ে ২২ দিনের ছুটি ছিল। সেই দফায় ১২ দিন ছুটি বেড়েছিল। এর আগেরবার বলা হয়েছিল যেহেতু স্কুলগুলিতে ভোটকেন্দ্র হবে। স্কুলে শিক্ষক-অশিক্ষক কর্মচারী ভোটের কাজে দূরে যাবেন, ব্য়স্ত থাকবেন, সেই ভেবেই গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা ছিল। ঠিক হয়েছিল এবার ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে। সেটাই এবার আরও এগিয়ে আসছে। শুরু হতে পারে ২২ এপ্রিল থেকেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?
Education Loan Information:
Calculate Education Loan EMI