Raghu Dakat: সূর্যাস্তের পরই ঘন জঙ্গল থেকে ভেসে এল জোরে ঘোড়া ছোটানোর শব্দ, আসছে 'রঘু ডাকাত' ও দলবল
Bengali Film Shooting: ২০২১ সালে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘রঘু ডাকাত’-এর সিনেমার কথা ঘোষণা হয়েছিল। এই ছবিরই একটি দৃশ্যের শ্যুটিং চলছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে। রয়েছেন অভিনেতা দেব।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : সবে সূর্যাস্ত হয়েছে। শাল-পিয়াল-মহুয়ায় ঘেরা ঘন জঙ্গলের মধ্য হঠাৎই ঘোড়া ছোটানোর শব্দ। ঘোড়ায় চেপে হানা ডাকাত দলের। ডাকাত সর্দারের মুখ দাড়ি-গোঁফে ঢাকা, মাথায় পাগড়ি। একঝলক দেখলেই বোঝা যায় ডাকাতি করে ফিরছে 'রঘু ডাকাত' আর তার দলবল। এমন দৃশ্য দেখলে যে কেউই আতঙ্কে শিউড়ে উঠবেন। তবে পূর্ব বর্ধমানে এমন দৃশ্য সচক্ষে দেখেও লোকজন মোটেই ভয় পাননি। বরং ভিড় জমিয়ে দেখেছেন সবটা। কারণ এ ডাকাতির দৃশ্য বাস্তবের নয়, পর্দার। সিনেমার শ্যুটিং চলছিল। আর সেখানে হাজির ছিলেন দেব। গ্রামবাংলায় এই অভিনেতার ফ্যান-ফলোয়িং যে কতটা বেশি, তার ধারণা কমবেশি সকলেরই রয়েছে। তাই ভয়ডর কাটিয়ে ডাকাত সর্দারকে চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করেননি স্থানীয়রা। রঘু ডাকাতের বেশে দেবকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন ছোট থেকে বড় সকলেই।
সম্প্রতি শুরু হয়েছে টলিউডের অন্যতম বিগ বাজেটের সিনেমা ‘রঘু ডাকাত’-এর শ্যুটিং। প্রধান চরিত্র রঘু ডাকাতের ভূমিকায় অভিনয় করছেন টলিউডের সাংসদ অভিনেতা দেব। সেই সিনেমারই ঘোড়া ছোটানোর দৃশ্যের শ্যুটিং হচ্ছে পূর্ব বর্ধমানের আউসগ্রামের জঙ্গলে, যা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ছবিতে দেব ছাড়াও রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং ইধিকা পাল।
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এখন হয়ে উঠেছে অন্যতম একটি শ্যুটিং স্পট। আদুরিয়ার ঘন জঙ্গল, কালিকাপুরের ভগ্নপ্রায় জমিদার বাড়ি, মৌখিরার টেরাকোটার মন্দির এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য, অনেকদিন ধরেই আকর্ষণ করেছে চিত্র পরিচালকদের। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, একদিকে যেমন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে, তেমনি পরিচালকদের কাছেও সিনেমার শ্যুটিংয়ের জন্য আদর্শ জায়গা হয়ে উঠছে। টলিউড ছাড়াও বলিউড এবং তামিলের বিভিন্ন সিনেমার শ্যুটিংও হয় এখানে। কয়েক বছর আগে আউসগ্রামের এই ঘন জঙ্গলেই শুটিং করে যান বিগ বি অমিতাভ বচ্চন এবং নাসিরুদ্দিন শাহ।
‘রঘু ডাকাত’ নিয়ে নানা কাহিনি প্রচলিত রয়েছে বাংলায়। ধনী জমিদার বাড়িতে ডাকাতির আগে আগাম চিঠি পাঠিয়ে ডাকাতি করত 'রঘু ডাকাত'। এটাই ছিল তার ডাকাতির ধরন। কথিত আছে ধনীদের থেকে লুঠ করে, সেই টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিত রঘু ডাকাত। তাই অনেকেই তাঁকে ‘রবিন হুড’-এর সঙ্গেও তুলনা করতেন। গরিবদের মসিহা ছিল গ্রামবাংলার দাপুটে ডাকাত রঘু ডাকাত।
২০২১ সালে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘রঘু ডাকাত’-এর সিনেমার কথা ঘোষণা হয়েছিল। তখনই সামনে এসেছিল রঘু ডাকাতের চরিত্রে 'দেব'- এর লুক। তারপর থেকে নানা কারণে থমকে ছিল ছবির শ্যুটিং। দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে শুরু হয়েছে ছবির শ্যুটিং। চলতি বছরেই মুক্তি পেতে পারে 'রঘু ডাকাত', এমনটাই সূত্রের খবর। এই ছবিরই একটি দৃশ্যের শ্যুটিং চলছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে।






















